এই মুহূর্তের বিনোদন জগতের অন্যতম চর্চিত নাম দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ইনি বাংলার টেলিভিশন জগতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অভিনেত্রী ক্যারিয়ারে টলিউড ইন্ডাস্ট্রির হাত ধরে কাজ শুরু করলেও বর্তমানে তাঁকে হিন্দি সিরিয়ালেও দেখতে পাওয়া যাচ্ছে।
দেবচন্দ্রিমা পেশায় অভিনেত্রী হলেও তিনি একজন নামকরা ভ্লগারও বটে। এখন, মূলত অভিনেত্রী মুম্বাইয়ের কাজে ব্যস্ত বলে ছোটপর্দায় সেই অর্থে ধরা দিচ্ছেন না তিনি। তবে, কলকাতা থেকে মুম্বাই তাঁর আসা-যাওয়া লেগেই থাকে।
ভ্লগার হওয়ার দরুন অভিনেত্রীর জীবনের খুঁটিনাটি বিষয় সহজেই জানা যায় তাঁর ভিডিওর মাধ্যমে। তবে, ইদানিংকালে অভিনেত্রী রয়েছেন কলকাতাতেই। প্রসঙ্গত, দেবচন্দ্রিমা মূলত ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন।
আরও পড়ুনঃ সুশান্ত দাসের কাছে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা! সম্মত না হওয়ায় বাদ পড়েন ‘ছদ্মবেশী’ থেকে! সায়ন্ত কান্ডের মাঝেই নতুন বিতর্কে সুশান্ত!
তবে শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি আবারও ফিরতে চলেছে বাংলার ছোট পর্দায়। এই শুনেই কৌতুহল জেগেছে অভিনেত্রীর অনেক অনুরাগীদের মনে। দেবচন্দ্রিমাকে দেখা যাবে জি বাংলায় কিন্তু কোনো ধারাবাহিকে নয় বরং তাঁকে দেখা যাবে ‘রান্নাঘর’-এর বিশেষ অতিথি রূপে। ধারাবাহিকের নায়িকা না হয়ে ফিরলেও তবুও বহুদিন পর অভিনেত্রীকে বাংলার পর্দায় দেখতে পেয়ে খুশি হবে দর্শকেরা।