জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অভিনেত্রীর মতো দেখতে নও, হবেনা তোমাকে দিয়ে!” অপমানিত হয়েও হাল ছাড়েননি তনয়া মুখোপাধ্যায়, মডেল থেকে ‘নিম ফুলের মধু’র ঈশা হয়ে ওঠার গল্প

টলিউডের ছোট পর্দায় এখন একের পর এক নতুন প্রতিভার উত্থান ঘটছে, আর সেই তালিকায় সদ্য যোগ দিয়েছেন তনয়া মুখোপাধ্যায় (Tanaya Mukharjee) , যিনি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে খলনায়িকা ‘ঈশা’ (Esha) চরিত্রে নজর কেড়েছিলেন, তার অভিনয় যাত্রা একেবারে সহজ ছিল না। অভিনয়ে আসার আগে মডেলিং (Modelling) দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বহু সহকর্মীকে পর্দায় দেখার পরই তার অভিনয়ের ইচ্ছা জন্মায়। কিন্তু প্রথম ধাক্কাটা আসে এখান থেকেই—অনেকেই বলেছিলেন, “মডেলরা ভালো অভিনেত্রী হতে পারে না!”

এরপর একের পর এক অডিশনে অংশ নেন তনয়া। ইতিবাচক মন্তব্য পেলেও, কাজ মিলছিল না। একবার তো এক ধারাবাহিকে তার নির্বাচিত হওয়া, প্রোমো শুট পর্যন্ত হয়ে যাওয়া—সবকিছুই হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার পরিবর্তে অন্য একজনকে নেওয়া হয়। নির্মাতাদের কাছে প্রশ্ন করতেই শোনা যায় নির্মম উত্তর—”তোমাকে অভিনেত্রীর মতো দেখতে নয়! যেদিন তোমার মুখ গোল হবে, সেদিন এসো!” এই কথাগুলো ভীষণভাবে আঘাত করেছিল তাকে। হতাশ হয়ে আবার মডেলিংয়ে ফিরে যান তিনি।

ঠিক তখনই ভাগ্য বদলে যায়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে খলনায়িকা ঈশার চরিত্রে সুযোগ পান তিনি। এই চরিত্রই তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দেন, তার অভিনয় নিয়ে প্রশংসার বন্যা বয়ে যায়। ঈশার বিভিন্ন ছদ্মবেশে তিনি বহুবার পর্দায় হাজির হয়েছেন, তবে তার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র ছিল ভিনা আইয়ারের রূপ। দক্ষিণ ভারতীয় চরিত্রের মতো চলাফেরা, উচ্চারণ রপ্ত করা সহজ ছিল না, তবে তিনি দক্ষতার সঙ্গেই তা ফুটিয়ে তুলেছিলেন।

তনয়া বলেন তাঁর জীবনে এই ধারাবাহিক মাইলফলক হিসেবে থেকে যাবে। ‘নিম ফুলের মধু’ শেষ হয়েছে, সেটও ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু তনয়ার মনে এই ধারাবাহিক আজীবন রয়ে যাবে। তিনি জানান, সহশিল্পীরা তার পরিবারের মতো হয়ে উঠেছিলেন, এবং তারা এখনও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার। সংগ্রাম আর প্রত্যাখ্যানের মধ্য দিয়েও নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রীর গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক!

Piya Chanda