বিনোদন জগতে কিছুদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এক ঝাঁক তারকার সমাহার বসেছিল এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছিল অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Gangopadhyay)। আর এই অনুষ্ঠানে রুপা অভিনেত্রী রুক্মিণীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।
এই অনুষ্ঠানের রেড কার্পেটে বিভিন্ন প্রশ্নের মাঝে বর্ষীয়ান অভিনেত্রীকে আজকের দিনের টলিউডের সব থেকে গ্ল্যামারাস এবং স্টাইলিস্ট কোন অভিনেত্রীকে তাঁর মনে হয়? এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে তিনি রুক্মিণী মৈত্রের নাম নেন। রুক্মিণীকে নিয়ে অভিনেত্রী বলেন, “সব থেকে গ্ল্যামারাস আমার মনে হয় রুক্মিণী মৈত্রকে। ও মানুষ হিসেবেও দুর্দান্ত”।

রূপা গঙ্গোপাধ্যায় ঝলমলে এই অনুষ্ঠানে নিজেকে ধরা দিল একেবারে সাদামাটা পোশাকে। এই দিন অভিনেত্রী হালকা তাঁতের শাড়ি পড়ে নিজেকে তুলে ধরলেন দর্শকদের সামনে। প্রসঙ্গত অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গেছে স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকে, তবে তা কিছুদিনের জন্যই।
আরও পড়ুনঃ হয় কেরিয়ার নয় পরিবার! দাদুর কড়া শর্তের মুখোমুখি পারুল! কোন পথ বেছে নিল সে?
শোনা যাচ্ছে, বিনোদন জগত থেকে কিছুদিনের বিরতি নেবার পর আবারও ফিরছেন পর্দায়। দেবের আসন্ন ‘রঘু ডাকাত’ সিনেমাতে রূপা দেবীকে দেখা যাবে বিশেষ ভূমিকায়। বলাই বাহুল্য, একটা সময় অভিনেত্রী বড় পর্দা থেকে ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন। কিন্তু, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার ফলে অভিনেত্রীর বিনোদন জগতে আনাগোনা বেশ অনেকটাই কমে গিয়েছে।
ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় রঘু ডাকাত আসছে আগামী পুজোতে। দেবের সঙ্গে অভিনেত্রী এটা প্রথম কাজ বলে পর্দায় দেখার জন্য উৎসাহী হয়ে রয়েছে অনেক দর্শকেরাই। এই সিনেমার সূত্র ধরেই, অভিনেত্রীকে দেখা গেছে ‘রঘু ডাকাত’-এর শুভ মহরতের দিন।