জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হয় কেরিয়ার নয় পরিবার! দাদুর কড়া শর্তের মুখোমুখি পারুল! কোন পথ বেছে নিল সে?

ব্রাইট মাইন্ডস-এ ফিরে এলো পারুল! হ্যা, ঘটনাচক্রে এই কলেজের প্রফেসরাই পারুলকে নিজে ফোন করে বলে কলেজে চলছে ইন্টার কলেজ প্রতিযোগিতা তাই তাঁকে বিশেষ বিতর্কের প্রতিযোগিতার জন্য ফিরে আসতে হবে।

ডিবেটের দিন রায়ান ও শিরিনরা পারুলকে দেখে অবাক। প্রতিযোগিতা জেতার মাধ্যমে পুনরায় কলেজে নিজের জায়গা ফিরে পেল পারুল। আর এই কলেজের প্রতিযোগিতায় উপস্থিত ছিল রায়ানের পরিবারও।

parineeta today episode 18 march

কলেজের এই পুরো বিষয়টি কেবল লক্ষ্য করেই কাটিয়ে দিলেন রায়ানের দাদু। অন্যদিকে, আবার পারুলের কার্যকলাপে বারেবারে মুগ্ধ হচ্ছে রায়ান। প্রতিযোগিতায় পারুলের বক্তব্য শুনে রায়ানের মনে নানান ধরনের ভাবনাচিন্তা চলতে থাকে।

এই সবকিছুর মাঝে, দর্শকদের সামনে এসে গেছে মোর ঘোরানো বিশেষ প্রমো। এই প্রমোতে দেখা যাচ্ছে, রায়ানের দাদু পারুলকে বলছে, ‘তুই ইউনিভার্সিটিতে ফিরে এসে আমায় অপমান করেছিস পারুল’। দাদুর কাছে ক্ষমা চেয়ে পারুল বলে, সে তাঁর স্বপ্নের সঙ্গে কোনো আপস করতে পারবে না।

এই সময় রেগে গিয়ে রায়ানের দাদু পারুলকে জিজ্ঞাসা করতে চায়? সে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ছাত্রী হয়ে ফিরবে নাকি বসু পরিবারে বৌমা হয়ে ফিরতে চায়, কোনটা? এই সময় পারুল বলে, ‘যুগে যুগে সংসারের জন্য মেয়েরা ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছে কিন্তু আজ আমি কেরিয়ারটাকেই বেছে নিলাম’। তাহলে, কি আর কোনোদিনও পারুলের ফেরা হবে না বসু পরিবারে?

Piya Chanda

                 

You cannot copy content of this page