কথায় আছে, প্রেম কোনো জাতি ধর্ম বর্ণ কিংবা বয়সের ভেদাভেদ দেখে না অর্থাৎ প্রেম এমন এক অনুভূতি যা যেকোনো পরিস্থিতিতে মানুষের মনে তৈরি হতে পারে। এখন খানিক এমনই দৃশ্য দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে।
গত মাসের গোড়ার দিকে শুরু হয়েছে এই সিরিয়াল। আর, এর মধ্যেই দর্শকদের মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে আর্য-অপর্ণার জুটি। এই গল্প মূলত অসমবয়সী নারী পুরুষের প্রেমের গল্প নিয়েই তৈরী।

বর্তমানে, সিরিয়ালে দেখা যাচ্ছে অপর্ণা আর্যর অফিসে কর্মচারী হিসেবে যোগদান করেছেন। কিন্তু, এই অফিসের বিভিন্ন কর্মচারীরা অপর্ণাকে হেনস্থা করতে চাইলেও বারেবারে নয় সে তাঁর বুদ্ধিমত্তাতে আর নয়তো স্বয়ং আর্যই তাঁকে বিপদ থেকে বাঁচিয়ে নিচ্ছে।
এদিকে, আবার আর্য এবং অপর্ণার একে অপরের প্রতি হালকা ভালোলাগা ও তৈরি হচ্ছে কিন্তু কেউই তা প্রকাশ করছে না। কোথাও যেনো না বলতেই একে ওপরের মনের কথা বুঝে নিচ্ছে। তবে, এতকিছুর মাঝে আর্য-অপর্ণার জীবনে এলো নয়া মোড়।
চ্যানেলের তরফ থেকে সদ্য প্রকাশিত এই ধারাবাহিকের প্রমোতে দেখা যাচ্ছে, অফিসে আর্য তার নিজের কেবিনে অপর্ণাকে ডেকেছে। এমন সময় অপর্ণা মনে মনে ভাবে, ‘ আজ তবে কি উনি ওনার মনের কথাটা বলবেন?’। এদিকে, অপর্ণার মা আর্যকে ফোন করে অপু যাতে বিয়ে করে সেই কথাটা বলে।
আরও পড়ুনঃ “এই ইন্ডাস্ট্রি বিশ্বাসঘাতকে ভরা! কাউকে বিশ্বাস করলেই ঠকে যেতে হয়!”—ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্বেতার!
কিন্তু, আর্য-অপর্ণার কথা হওয়ার আগেই কিংকর তাঁকে ডেকে নিয়ে যায় মিসেস সিংহ রায়ের শরীর খারাপ বলে। এই শুনে অপর্ণা মনে মনে ভাবে, তবে কি তাঁর আর্য স্যার বিবাহিত?। এই প্রমো দেখে অনেক দর্শকই আগ্রহী যে, ধারাবাহিকের আগামী দিনের গল্পে ঠিক কী হতে চলেছে?