জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) প্রতিদিনই দর্শকদের উপহার দিচ্ছে নতুন নতুন চমক। সাধারণ মধ্যবিত্ত মেয়ে পারুলের জীবনসংগ্রাম আর রায়ানদের বাড়ির অন্দরমহলের টানাপোড়েন নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। একদিকে প্রেম, অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব— সব মিলিয়ে ‘পরিণীতা’ এখন টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা করে নিয়েছে।
গত পর্বে দেখা গিয়েছিল পারুল রায়ানের বাড়ি ছেড়ে ডিম স্যারের বাড়িতে গিয়ে উঠেছে। আর সেখানেই সে চিন্তায় পড়ে যায় কীভাবে কলেজের ফিস দেবে। হাতে একটাও টাকা নেই তার। মনে পড়ে যায় নিজের দাদার কথা। কিন্তু বাবার মান-সম্মানের ভয়ে সে দাদার কাছ থেকেও টাকা চাইতে পারে না। বাড়িতে ফোন করে জানতে পারে সেখানেও চলছে টানাটানি। বাবা কাজ হারিয়েছেন, মায়ের হাতে নেই এক টাকাও। ফলে পারুল বুঝে যায় তার এই লড়াই একাই লড়তে হবে।

অন্যদিকে রায়ানের বাড়িতে শুরু হয়েছে নতুন কাণ্ড। শিরিন রায়ানের ঘরে জোরে গান বাজিয়ে নাচ করছিল। রায়ানের দাদা সেটা সহ্য করতে না পেরে ঘরে গেলে শিরিন উলটে তাঁকেই অপমান করে ঘর থেকে বের করে দেয়। এরপর রায়ানের দাদু এসে শিরিনকে কড়া ভাষায় জানিয়ে দেয়, এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম মানতেই হবে। তারপরই বাড়ির সকলে সিদ্ধান্ত নেয় পারুলকে ফিরিয়ে আনার জন্য, কারণ পারুল ছাড়া যেন বাড়ির পরিবেশটাই বদলে গেছে।
পরিণীতা আজকের পর্ব ৫ এপ্রিল (parineeta today episode 5 april)
আজকের পর্বে দেখা যাবে, পারুলের কলেজের প্রিন্সিপাল নিজে তাকে ফিসের টাকা দিতে চান। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয়, সে কারও কাছ থেকে ভিক্ষা নেবে না। সে দুদিন সময় চাইছে, নিজে টাকাটা জোগাড় করবে। অন্যদিকে, রায়ানের বাড়িতে দাদু স্পষ্ট জানিয়ে দেন শিরিনকে এই বাড়ি ছাড়তে হবে। তখন রায়ান জানিয়ে দেয়, সে শিরিনের সঙ্গেই বাড়ি ছাড়বে এবং বাইরে গিয়ে লিভ-ইন করবে।
আরও পড়ুনঃ চরম অর্থকষ্টে শ্রুতি! কাজের খোঁজে ফোন করতেই কটাক্ষ, ভেঙে পড়েছিলেন অভিনেত্রী— বললেন স্বামীর পরিচয় নয়, নিজের পরিচয় বাঁচতে চাই!
এখন দেখার পালা, সত্যিই কি রায়ান শিরিনকে নিয়ে বাড়ি ছাড়বে? নাকি দাদুর কথায় বদলাবে পরিস্থিতি? অন্যদিকে, পারুল কি নিজের পরিশ্রমে টাকাটা জোগাড় করতে পারবে? বাড়ির সকলের অনুরোধে পারুল কি আবার ফিরে আসবে রায়ানের বাড়িতে? এমনই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জি বাংলার ‘পরিণীতা’ ।