জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারণ খবর! বাগদান সারলেন জগদ্ধাত্রী খ্যাত নায়িকা! তার জীবনের বিশেষ পুরুষকে চেনেন?

বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের জীবনের খুঁটিনাটি বিষয় থেকে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে বরাবরই ভালো লাগে দর্শক কিংবা অনুরাগীদের। তবে, বিশেষত ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্পর্কের যেকোনো কথা জানতে মুখিয়ে থাকে দর্শকসহ তাঁর প্রতিটা সমালোচকেরা।

বর্তমানে টলিউডের টেলি পাড়ায় জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালের অভিনেত্রীকে নিয়ে শোনা যাচ্ছে খুশির খবর। প্রসঙ্গত, দীর্ঘমেয়াদি সিরিয়াল টিআরপি’র তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে।

এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এখনই সিরিয়াল হয়ে উঠেছে আনন্দ মুখর। কারণ, বিয়ে লেগেছে মুখার্জি বাড়িতে। কৌশিকীর মেয়ে কাঁকনের বিয়ে হতে দেখা যাচ্ছে। বলাই বাহুল্য, ধারাবাহিককে অভিনেত্রীর সেই অর্থে কোনো ডায়লগ না থাকলেও তাঁর অভিনয় ক্ষমতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

কাঁকনের চরিত্রে যাকে দেখা যাচ্ছে তার নাম প্রিয়ন্তিকা মুখার্জি। এ যেনো বাস্তব এবং পেশাগত জীবনের অপরূপ মিল দেখা গেল অভিনেত্রীর জীবনে। সম্প্রতি, প্রিয়ন্তিকা তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সারলেন বাগদান।

প্রিয়ন্তিকার মনের মানুষের নাম নীলাভ সেন। বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ছিল এই জুটি। সোশ্যাল মিডিয়া প্রিয়ন্তিকা-নীলাভ’র কিছু ছবি পোস্ট করা মাত্রই অনেক অনুরাগীরাই তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। তবে, এই জুটি কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছে তাই এখনো জানা যায়নি।

Piya Chanda