বাংলা টেলিভিশনের চেনা মুখ ‘মৈনাক বন্দ্যোপাধ্যায়’ (Mainak Banerjee) দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করা বরাবরই তাঁর বিশেষত্ব। বিভিন্ন ধারাবাহিকে তাঁকে ভিন্ন ভিন্ন অবতারে দেখা গেছে, যার মধ্যে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) এবং ‘কাজল নদীর জলে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুই ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বিশেষ করে যে কোনও চরিত্রে নিজের মতো করে ছাপ ফেলার ক্ষমতা রাখেন মৈনাক।
মৈনাকের অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার আগ্রহ তাঁকে আলাদা করে চেনায়। তিনি এমন চরিত্র পছন্দ করেন, যেখানে মানবিক জটিলতা, আবেগ এবং সমাজের ছায়া একসঙ্গে মিশে থাকে। তাঁর মতে, রুটিন চরিত্রের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয় এমন চরিত্র, যাদের জীবনের পথটা ঘোলাটে, কিন্তু তাদের ভেতরটা স্বচ্ছ। এই মানসিকতা থেকেই তিনি সবসময় পছন্দ করেন যেকোনো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে।

এবার মৈনাক বন্দ্যোপাধ্যায় ফিরছেন বাংলা ধারাবাহিকে, একদম নতুন রূপে। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। যেখানে একদল অসামাজিক লোকের মাথা হিসেবে আবির্ভাব ঘটবে তাঁর। কিন্তু এই নেতিবাচক আবরণে ঢাকা চরিত্রের পেছনে রয়েছে একটি তীব্র মানবিক ট্র্যাজেডি। এক সময় তার মায়ের উপর রাষ্ট্রের নির্যাতন তাঁর মনে জন্ম দিয়েছে প্রবল রাগ ও ক্ষোভ। সেই রাগই তাকে ঠেলে দিয়েছে অসামাজিক কর্মকাণ্ডের পথে।
অথচ গ্রামের সাধারণ মানুষের কাছে সে এক ভরসার নাম। সমাজ থেকে দুর্নীতি দূর করাই তার মূল লক্ষ্য। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটি মূলত তিন বোনের গল্প। বড় বোন রাই, মেজ বোন এবং ছোট বোন স্রোতের জটিল সম্পর্কের ভেতরেই একাধিক সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে। এই গল্পেই মৈনাকের চরিত্রটি প্রবেশ করবে মেজ বোনকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে। এই চরিত্রটির সঙ্গে মেজ বোনের কী সম্পর্ক তৈরি হবে?
আরও পড়ুনঃ দারণ খবর! বাগদান সারলেন জগদ্ধাত্রী খ্যাত নায়িকা! তার জীবনের বিশেষ পুরুষকে চেনেন?
প্রেম, ঘৃণা না সহানুভূতি—সবকিছুই জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। মৈনাক জানিয়েছেন, এই চরিত্রটি অভিনয় করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর ভিন্নতা। তাঁর মতে, বর্তমানে বাংলা ধারাবাহিকে এমন চরিত্র খুবই বিরল, তাই এতদিন পর টেলিভিশনে ফেরা একদমই সার্থক মনে হচ্ছে তাঁর। তাই মৈনাকের চরিত্রটি কেমন হয়, দেখতে ভুলবেন না কিন্তু ‘মিঠিঝোরা’ রোজ জি বাংলার পর্দায়!