জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বাঙালি হয়ে সজনে ডাটা চেনো না? তুমি কে মা?” “তুমি একটি আস্ত ন্যাকা”— বাঙালির পরিচিত সাধারণ সবজি চিনতে গিয়ে রীতিমতো দাঁত ভাঙলেন রূপসা! কটাক্ষের বন্যা নেটপাড়ায়!

টলিপাড়ার জনপ্রিয় মুখ ‘রূপসা চট্টোপাধ্যায়’ (Rupsha Chatterjee) সদ্য মা হয়েছেন ঠিকই, তবে এখন তাঁর জীবনের বড় চ্যালেঞ্জটা বোধহয় ছেলের ডায়াপার বদল নয়, বরং শ্বশুরমশাই বাজার থেকে এনে দেওয়া সবজির নাম চেনা! এক নতুন ইনস্টাগ্রাম ভিডিওতে অভিনেত্রী হাতে ধরে একগোছা সজনে ডাটা নিয়ে বলেন, “এটা কি?” এরপর পটল, ঝিঙে, এঁচোর চিনতে গিয়ে তাঁর যে হাল, সেটা দেখে দর্শকদের মন্তব্য— “বাঙালি হয়ে বাংলা সবজি চেনেনা, সে আবার হয়েছে মা!”

এই ভিডিও ঘিরেই ট্রোল শুরু হয়েছে সর্বত্র। রূপসা প্রায়ই বলেন, তাঁর শ্বশুরবাবু খুব ভালো বাজার করেন এবং নিয়ম করে তাঁদের বাড়িতে সবজি পৌঁছে দেন। কিন্তু এত যত্ন করে আনা সবজি যদি পুত্রবধূ চিনতেই না পারেন, তাহলে তো সেই বাজার বেকার! ভিডিওর ক্যাপশনে রূপসার সরল প্রশ্ন, “দেখি আমি কি কি সবজি চিনতে পারি?”— আর দর্শকদের উত্তর একেবারে নির্মম, “এভাবে না চিনতে পারলে তো আবার শিখতে হবে ছোটবেলার পাটিগণিতের মতো, ‘এটা সজনে, এটা ঝিঙে’!”

কমেন্ট বক্সে একজন লিখেছেন, “বাঙালি হয়ে সজনে ডাটা চেনো না? তুমি কে মা!” অন্যজন ব্যঙ্গ করে বলেন, “ছোটবেলায় যে সবজি চেনা শেখানো হয়, সেটা বোধহয় রূপসার জীবনে স্কিপ হয়েছে।” কেউ কেউ আবার স্পষ্ট বলেই দিয়েছেন, “ন্যাকামোর একটা সীমা থাকে, রূপসা সেটা ছাড়িয়ে গেছেন বহু আগেই।” এমনকি কেউ কেউ তো বলেই ফেলেছেন, “তুমি কি সত্যিই বাঙালি?”

এই পুরো বিষয়টি নেটপাড়ায় যেন রূপসার “ফুড ইগনোরেন্স” বিতর্কে রূপ নিয়েছে। জীবনের বড় বড় সিদ্ধান্ত যেমন বিয়ে, বাচ্চা, দাম্পত্য জীবন—সব কিছু নিয়ে স্পষ্ট ও সাহসী রূপসা, সেখানে সজনে ডাটার সামনে পড়েই এলোমেলো! কিছু নেটিজেন তো বলেই বসেছেন, “এই ভিডিওটা দেখে মনে হচ্ছে ওকে প্রথমে শিখতে হবে কিচেন বেসিক্স, তারপর লাইফস্কিলস!”

তবে ট্রোলের মধ্যেও রূপসা যথারীতি ক্যাজুয়াল ও নির্লিপ্ত। তাঁর স্টাইলেই বলা যায়—”বাজার আমি করিনি, বাজার আমার জন্য হয়েছে!” কিন্তু পর্দার ‘স্বাবলম্বী’ রূপসাকে যখন বাস্তবে দেখা যায় সজনে ডাটার নাম ভুলে যেতে, তখন তো দর্শকের প্রশ্ন থাকবেই—রূপসা, দায়িত্বশীল মা হতে গেলে অন্তত ‘সবজি চেনা’টা আগে রপ্ত করো!

Piya Chanda