জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP-র সিংহাসনে মজবুত পরিণীতা! ফুলকি-জগদ্ধাত্রী কি এবার মুখ থুবড়ে পড়ল? করুন অবস্থায় রাঙামতি-পরশুরাম!

ধারাবাহিক মানেই দর্শকদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। টিভির পর্দায় প্রতিদিনের গল্প, হাসি-কান্না, টানাপোড়েন দর্শকদের আবেগের সঙ্গে জড়িয়ে যায় সহজেই। তাই প্রতি সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে উত্তেজনার শেষ থাকে না। কোন ধারাবাহিক এগিয়ে, কে পিছিয়ে পড়ল — এই খবর জানার জন্য দর্শকের কৌতূহল সব সময় তুঙ্গে থাকে। টিআরপি-ই বলে দেয়, কোন ধারাবাহিক দর্শকদের মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে।

বাংলা টেলিভিশনের দুই প্রধান বিনোদন চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা বরাবরই একে অপরের প্রতিদ্বন্দ্বী। দর্শকদের নজর কাড়তে ধারাবাহিকের গল্প, অভিনয়, সেট, কস্টিউম থেকে শুরু করে প্রতিটা বিষয়েই চ্যানেলগুলি নতুনত্ব আনে। কারণ দর্শক ধরে রাখাই এই প্রতিযোগিতায় টিকে থাকার মূলমন্ত্র। সেই জায়গাতেই সপ্তাহের টিআরপি তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তালিকাই জানিয়ে দেয়, কোন ধারাবাহিক কতটা জনপ্রিয়।

বর্তমানে দেখা যাচ্ছে, জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিক গুলিই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। কখনও জি বাংলার ধারাবাহিক প্রথম স্থানে তো কখনও স্টার জলসার ধারাবাহিক জিতে নিচ্ছে দর্শক হৃদয়। এই মুহূর্তে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক দর্শক মনে ঝড় তুলেছে। অন্যদিকে, স্টার জলসার ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকও টিআরপির দৌড়ে সমানে সমানে টক্কর দিচ্ছে।

এই সপ্তাহের টিআরপি লিস্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (৭.০)। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’ (৬.৯)। তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি’ (৬.৬), চতুর্থ স্থানে ‘পরশুরাম’ (৬.৪), পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই’ এবং ‘কথা’ (৬.০)। অন্যদিকে, ট্রেন্ডিং ধারাবাহিকের তালিকায় উঠে এসেছে ‘মিঠিঝোরা’ (২.৭) এবং ‘রোশনাই’ ও ‘শুভ বিবাহ’ (২.৫)।

দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা —

1st •• পরিণীতা — ৭.০
2nd •• ফুলকি, জগদ্ধাত্রী — ৬.৯
3rd •• রাঙামতি — ৬.৬
4th •• পরশুরাম — ৬.৪
5th •• চিরদিনই, কথা — ৬.০

ট্রেন্ডিং ধারাবাহিক —

-মিঠিঝোরা — ২.৭
-রোশনাই + শুভ বিবাহ — ২.৫

Piya Chanda