জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুরনো জুটির নতুন ইনিংস! ‘খুকুমণি’-‘বিহান’ রোমান্স ফিরছে পর্দায়! ‘খুকুমণি’র পর ফের জুটি বাঁধছেন রাহুল-দীপান্বিতা! কোন ধারাবাহিকে?

নতুন চমক নিয়ে আবার ছোটপর্দায় ফিরছেন ‘রাহুল মজুমদার’ (Rahul Mazumdar) এবং ‘দীপান্বিতা রক্ষিত’ (Dipanwita Rakshit)। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery) -তে এই জুটিকে একসাথে দেখে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। খুকুমণি আর বিহানের রসায়ন যেন আজও অনেক দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘদিন পর আবারো একফ্রেমে আসছেন এই দুই অভিনেতা নতুন রূপে, নতুন স্বাদে!

এই ফিরে আসাটা শুধুমাত্র এক ফ্রেমে দেখা পাওয়ার আনন্দই নয়, বরং পুরনো স্মৃতিকে আবার ছুঁয়ে যাওয়ার মতো। খুকুমণি ও বিহানের নস্ট্যালজিয়া যাদের এখনও ঘিরে রাখে, তাদের জন্য এটা নিঃসন্দেহে এক বড় উপহার। পর্দার বাইরেও রাহুল এবং দীপান্বিতার বোঝাপড়া যে চমৎকার, তা বারবার স্পষ্ট হয়েছে তাদের পরস্পরের প্রতি আন্তরিক কথোপকথনে।

না, তারা কোনো নতুন ধারাবাহিক শুরু করছেন না। এবার গল্প নয়, সুরে ভেসে দর্শকের মন জয় করতে আসছেন রাহুল ও দীপান্বিতা। ‘প্রাণের উৎসব’ নামে একটি বিশেষ গানের অনুষ্ঠানের সঞ্চালনায় দেখা যাবে তাদের। অনুষ্ঠানটি খুব শীঘ্রই সম্প্রচারিত হবে সান বাংলা চ্যানেলে। যেখানে এই জনপ্রিয় জুটি একসাথে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলবেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা আবারও দেখতে পাবেন সেই চেনা হাসি, পরস্পরের প্রতি সম্মান এবং প্রাণবন্ত উপস্থিতি—যা একসময় ‘খুকুমণি হোম ডেলিভারি’কে জনপ্রিয় করেছিল। যদিও এবার চরিত্রভিত্তিক গল্প নয়, তবুও তাদের একসাথে দেখে অনুরাগীদের মধ্যে রোমাঞ্চ তৈরি হওয়াটাই স্বাভাবিক।

দর্শকের ভালোবাসা ও আবেগের জায়গা থেকেই সম্ভবত এই জুটি আবার একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার পালা—‘প্রাণের উৎসব’-এর মাধ্যমে তারা কতটা নতুন মাত্রা যোগ করতে পারেন ছোটপর্দার বিনোদনের ভান্ডারে। আপনারা এই জুটির কামব্যাক নিয়ে কতটা উত্তেজিত? জানতে ভুলবেনা কিন্তু!

Piya Chanda