জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সাইকেলে করে পুলিশের গাড়ি আটকাল পারুল! এবার কি সত্যিই রায়ানকে বাঁচাতে পারবে সে?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণিতা’(parineeta) বর্তমানে পৌঁছেছে এক চরম উত্তেজনার পর্বে। পারিবারিক আবেগ, ষড়যন্ত্র আর ভালোবাসার টানাপোড়েনে মোড় ঘুরেছে গল্পের। রায়ান ও পারুলের সম্পর্কের মাঝে এখন একটাই লক্ষ্য—সত্যকে সামনে আনা এবং নির্দোষ রায়ানকে আইনের হাত থেকে মুক্ত করা। ধারাবাহিকটি প্রতিটি পর্বেই দর্শকদের আবেগে নাড়া দিচ্ছে, আর শিরিনের ষড়যন্ত্রে জর্জরিত রায়ান এখন আইনের জালে আটকে গেছে।

গত পর্বে দেখা গিয়েছিল রায়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে ডিকে-কে খুনের অভিযোগে। যদিও সে নিজের দোষ অস্বীকার করেছে, কিন্তু শিরিনের চালাক পরামর্শে সে এমন কিছু কাজ করে ফেলেছে যা তার উপর সন্দেহ আরও বাড়িয়ে তোলে। এই ঘটনায় বসু বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পারুল সমস্ত ঘটনাটি জানার পর নিজেই পরিবারের সকলকে পুলিশ স্টেশনে ডেকে আনে। দাদু বহুবার পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে রায়ান এই ধরনের কাজ করতে পারে না, কিন্তু পুলিশ কোন কথাই শুনতে রাজি নয়।

পরিণীতা, পরিণীতা আজকের পর্ব ১১ এপ্রিল, parineeta today episode 11 April, zee Bangla, জি বাংলা

শিরিন ও বসু বাড়ির পক্ষ থেকে লইয়ার আনা হলেও পুলিশ জানিয়ে দেয়, সমস্ত ঘটনা কোর্টেই বিচার হবে। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, এখন আর জামিনের প্রশ্ন নেই, রায়ানকে কোর্টে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এই অবস্থায় পারুলের মনোবল ভাঙে না। সে বুঝতে পারে, এখন আর অন্য কারো উপর ভরসা করে নয়, বরং তাকে নিজেকেই সত্যিটা প্রমাণ করতে হবে।

পরিণীতা আজকের পর্ব ১২ই এপ্রিল (parineeta today episode 12 april)

আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পারুল একাই প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে স্পষ্ট জানিয়ে দেয়, রায়ানকে একা কোর্টে যেতে দেওয়া যাবে না। পুলিশের গাড়ি যখন রায়ানকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য রওনা হয়, সেই মুহূর্তে পারুল সাহস করে নিজের সাইকেল নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ধাক্কা লেগে সে পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়িয়ে পুলিশের কাছে একদিন সময় চায়। সে বলে, সে সমস্ত প্রমাণ এনে রায়ানকে নির্দোষ প্রমাণ করবে। কিন্তু পুলিশ তার কোন কথা না শুনে তাকে জোর করে রায়ানের সঙ্গেই গাড়িতে তুলতে চায়।

ধারাবাহিকের এই চরম মুহূর্তে দর্শকদের মনে একটাই প্রশ্ন—পারুল কি পারবে রায়ানকে বাঁচাতে? আসন্ন পর্বে দেখা যাবে পারুল কীভাবে প্রমাণ সংগ্রহ করে সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে। রায়ান কি আদৌ বাঁচতে পারে? ‘পরিণিতা’-র পরবর্তী পর্বে মিলবে সেই উত্তরের ইঙ্গিত। এখন শুধু অপেক্ষা, সত্যের জয় হয় কি না তা দেখার।

Piya Chanda