সম্প্রতি ‘ইচ্ছে পুতুল’ খ্যাত মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) ফিরেছেন জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকে একেবারে নতুন লুকে। সমাজবিরোধী নেতার চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে, যার জীবনের গভীরে লুকিয়ে আছে মায়ের উপর হওয়া অন্যায়ের তীব্র ক্ষোভ। এই চরিত্রটি গল্পে আগমণ নীলুর (Debadrita Basu) অপহরণকে কেন্দ্র করে, যা নতুন মোড় আনবে ধারাবাহিকে আশাবাদী অনেকেই। আর এবার সেই পর্ব সম্প্রচার হতেই চক্ষু ছানাবড়া সকল দর্শকের!
এ কোন নীলুকে দেখছে তারা এটা কি সেই খলনায়িকা, নাকি আদতেই সে আসল নায়িকা? সেদিনের জেদি, প্রতিহিংসাপরায়ণ নীলু আজ হারিয়ে গেছে। আজকের নীলু যেন নিজের মধ্যেই এক কঠিন লড়াই জিতে বেরিয়ে এসেছে। চোখের ভাষায় ব্যথা, কণ্ঠে দৃঢ়তা, আর আচরণে এক অদ্ভুত শান্তি—এই পরিবর্তন যে শুধু নাটকীয় নয়, তা একেবারে স্পষ্ট।
যে মেয়েটা এতদিন কেবল প্রতিশোধের নেশায় নিজেকেই শেষ করছিল, সে-ই আজ নিজের ভুল বুঝে ক্ষমা চাইছে, প্রিয়জনদের পাশে দাঁড়াচ্ছে, সমাজের মুখোমুখি হচ্ছে মাথা উঁচু করে। তার চোখে আর আগুন নয়, বরং অনুতাপের জল। এই পরিবর্তনই তাকে আজ সত্যিকারের নায়িকায় পরিণত করেছে। নীলু আজ সে সাহস দেখিয়েছে। কালির দাগ মুছে সে শুধু নিজের মুখটাই পরিষ্কার করেনি,
বরং চরিত্রের গভীরতাও বদলে ফেলেছে। আজ সে মেয়েটা কেবল ‘পালটা’ দিতেই জানে না, নিজের ভিতরের যুদ্ধেও জয়ী হতে পারে। শুরুতে যাকে সবাই ঘৃণা করত, আজ তাকে নিয়েই আবেগে ভাসছে সমাজ মাধ্যম। ট্রোল থেকে প্রশংসা—নীলু এক লহমায় বদলে দিয়েছে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি। যে দৃশ্যে সে চুপচাপ গাড়ির জানালার পাশে বসে, কিংবা মাথা নিচু করে ক্ষমা চাইছে,
আরও পড়ুনঃ ভালোবাসার অঙ্গীকার! আর্য-অপর্ণার জীবনে এল নয়া মোড়! অপর্ণার ভালোবাসার কথা জানল না আর্য! তবে, কি মিলন হবে না আর্য-অপু’র?
সেই দৃশ্যই আজ সবচেয়ে বেশি ভাইরাল। গল্পে নয়, বাস্তবে থেকেও যে বারবার ভুল করে, তবু থেমে না থেকে নিজের আত্মাকে শোধরানোর লড়াই চালায়, তিনিই তো সত্যিকারের অনুপ্রেরণা। নীলু আজ দেখিয়ে দিল—কঠিন হলেও পরিবর্তন সম্ভব, যদি ইচ্ছেটা থাকে নিখাদ। আজকের নীলুকে দেখে বলাই চলে রাই ও স্রোতের পাশাপাশি সেও এই গল্পের একজন নায়িকা।