জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বউয়ের গায়ে হাত! এবার উচিৎ শিক্ষা পেলো রায়ান! নতুন বছরে তূর্য ফিরছে পুরনো বদলার আগুন নিয়ে, এবার কি রক্ষা পাবে পারুল? জমে উঠেছে গল্প

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) যেন এক টানটান থ্রিলারে পরিণত হচ্ছে দিনদিন! রায়ানকে ঘিরে একদিকে শিরীনের আবেগের নাটক, অন্যদিকে পারুলের অবিচল সাহসিকতা। আগের পর্বেই শিরীনের মায়াময় ফাঁদে পা না দিয়ে পারুল স্পষ্ট জানিয়ে দেয়—“রায়ানের সামনে এখন সে দাঁড়িয়ে আছে, শিরীনের এই বাড়িতে কোনো জায়গা নেই।”। কিন্তু আজকের প্রোমোতে সেই দৃঢ় পারুলকেই দেখি রায়ানের রাগের শিকার হতে।

হ্যাঁ, রায়ান শিরীনের কথা জানতে চাইলে পারুল যখন জানায়– “ওর পাতা কেটে দিয়েছি”, সে নিজে শিরীনের বিরুদ্ধে অভিযোগ করেছে শিরীনের বাবা-মায়ের কাছে, তখনই রায়ান খেপে যায়। উত্তেজনায় পারুলের গলা টিপে ধরে, তার কণ্ঠরোধ করতে চায়। পারুলের গলা দিয়ে বেরিয়ে আসে অসহায় চিৎকার—”বাঁচাও!” ঠিক সেই মুহূর্তে প্রবেশ দাদুর, হাতে বেত! “বউমার গায়ে হাত?” এই বলে একের পর এক সপাং সপাং করে মেরে শিক্ষা দিয়ে দেন রায়ানকে।

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, Murder Twist, DK, New Promo, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, খুনের মোড়, নতুন প্রোমো

কিন্তু শুধু রায়ান-শিরীন অধ্যায় নয়, আজ শুরু হল আরেক নতুন চক্রান্তের! কলেজে নববর্ষ উপলক্ষে সোনার দোকানে পুজোর আমন্ত্রণ জানাতে গিয়ে পারুলের মুখোমুখি তূর্যর, তাকে পারুল আমন্ত্রণ করতে এসে বলে নিশ্চয়ই যাবে। সেই তূর্য, যে একদিন রায়ানকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছিল! আজ তার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন, মুখে হাসি, মনে শপথ—“আমার দাদুকে ওরা মেরেছিল, এবার আমি ফিরবো!”

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই চোখের জলে বিয়েতে রাজি অপু! আর্যর প্রতি তার অভিমান কী বুঝতে পারবে আর্য?

তাহলে কি আবার নতুন ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে পারুল ও রায়ান? এবার কাদের মুখোশ খুলবে? আর পারুল কি সামলে উঠবে দুই দিকের যুদ্ধ? শিরীন একদিকে, তূর্য আর একদিকে—মধ্যখানে ভালোবাসা আর বিশ্বাসের কঠিন পরীক্ষা। উত্তর মিলবে আজ রাত ৮টায়, জি বাংলার পর্দায়—‘পরিণীতা’র নতুন পর্বে! ভালোবাসা, শাস্তি, ষড়যন্ত্র আর আবেগের ত্রিভুজে আজ নতুন মোড়! মিস করবেন না যেন!

Piya Chanda