জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন বছরের শুরুতেই চোখের জলে বিয়েতে রাজি অপু! আর্যর প্রতি তার অভিমান কী বুঝতে পারবে আর্য?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অপর্ণা এবং আর্যর টানাপোড়েন, একতরফা ভালোবাসা, সম্পর্কের জটিলতা—সব মিলিয়ে গল্পে তৈরি হয়েছে এক অনন্য আবেগঘন পরিস্থিতি। নতুন ইপিসোডগুলিতে গল্প যেভাবে এগোচ্ছে, তা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। এখন প্রশ্ন—এই দুজন কি একসাথে হবে? নাকি দু’জনেই আলাদা পথে হাঁটবে?

সম্প্রতি দেখা গিয়েছে, অফিসে যোগ দেওয়ার পর থেকেই অপর্ণা আর্যকে পছন্দ করতে শুরু করে। ধীরে ধীরে তার মনে গড়ে ওঠে এক গভীর অনুভব, তবে তা প্রকাশ করার সাহস তার নেই। কারণ, আর্য তার থেকে অনেকটা বড়, আর্থিক দিক থেকেও অনেক এগিয়ে। উপরন্তু, অফিসের অন্যান্যদের ব্যবহার দেখে অপর্ণা স্পষ্ট বুঝে যায়—এই সম্পর্ক কখনোই সম্ভব নয়। এই কারণে সে চুপচাপ নিজের ভালোবাসা নিজের মধ্যেই গোপন রাখে।

Tollywood serial Zee Bangla, jitu kamal, Ditipriya Roy, Bengali serial Entertainment Television, চিরদিনই তুমি যে আমার টলিউড সিরিয়াল, জি বাংলা, জিতু কামল দিতিপ্রিয়া রায়, অভিনেতা অভিনেত্রী, বিনোদন, Chirodini Tumi Je Amar

অন্যদিকে আর্য নিজেও অপর্ণার প্রতি দুর্বল, কিন্তু তার থেকে অপর্ণার বয়স অনেকটাই কম হওয়ায় সে নিজেকে দমিয়ে রাখে। ঘটনাক্রমে, অপর্ণার মা একদিন আর্যকে বলেন, মেয়ের জন্য তারা একটি পাত্র পছন্দ করেছেন। সেই ছেলের সঙ্গে যেন অপর্ণার বিয়ে দেওয়া হয়। আর্য সেই কথায় সম্মতি জানিয়ে অপর্ণাকে বুঝিয়ে দেয়, সে যেন ওই পাত্রকে বিয়ে করে। এই কথা শুনে অপর্ণার মন একেবারে ভেঙে যায়। নিজের ভালোবাসার মানুষই যখন নিজেকে অন্য কারোর হাতে তুলে দিতে চায়, তখন মনের যন্ত্রণা কী হতে পারে, তা অপর্ণার চোখে স্পষ্ট।

ইতিমধ্যেই এই ধারাবাহিকের একটি ক্রোমো রিলিজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে, অপর্ণার জন্য ঠিক করা পাত্রপক্ষ এসে জানাচ্ছে—এই বৈশাখ মাসেই তাদের ছেলের সঙ্গে অপর্ণার বিয়ে হবে। আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তে অপর্ণার বাড়িতে উপস্থিত ছিলেন আর্য স্যার নিজেও। অপর্ণার মা জানান, মেয়েও এই বিয়েতে রাজি। অপর্ণা নিজেও তার মাকে জানিয়ে দেয়, সে বিয়েতে সম্মত। এই কথা শুনে আর্য অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে—তার চোখে তখন বিস্ময়, হতাশা আর না বলা অনুভবের রেশ।

গল্প এখন এক চূড়ান্ত বাঁকে এসে দাঁড়িয়েছে। অপর্ণা কি সত্যিই বিয়ে করে ফেলবে অন্য কাউকে? নাকি শেষ মুহূর্তে আর্য তার মনের কথা প্রকাশ করবে অপর্ণার কাছে? দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—এতটা আবেগ, ভালোবাসা আর না বলা কথার পরে কি অপর্ণা-আর্যর সম্পর্ক শেষ হয়ে যাবে? নাকি আসবে এক নতুন মোড়? উত্তর জানতে চোখ রাখতেই হবে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’-এর পরবর্তী পর্বে।

Piya Chanda