জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুম্বাইয়ের দিকে হাতছানি! বাংলা ধারাবাহিকে ব্যাক টু ব্যাক হিটের পর, এবার হিন্দি ধারাবাহিকে ঋত্বিক মুখার্জি! ছাড়ছেন আনন্দী?

জি বাংলার ‘আনন্দী’ (Anondi) ধারাবাহিকের নায়ক আদিত্য ওরফে ‘ঋত্বিক মুখোপাধ্যায়’ (Writwik Mukherjee) কি এবার বাংলার ছোটপর্দা ছেড়ে বড় প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন? অন্তত সমাজ মাধ্যমের গুঞ্জন কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে! টেলিপাড়ার আনাচে-কানাচে ফিসফাস— ‘ঋত্বিক নাকি এবার হিন্দি ধারাবাহিকের (Hindi serial) নায়ক হতে চলেছেন।’ কেউ বলছেন, নতুন ইনিংস শুরু করতে চলেছেন মুম্বইয়ে, কেউ আবার বলছেন ‘আনন্দী’ ছাড়ার প্রহর গোনা শুরু করে দিয়েছেন অভিনেতা!

আর এই গসিপে ঘি ঢেলেছে অভিনেতার ভাইরাল হওয়া এক ক্লিপ, যেখানে তাঁকে হিন্দি সংলাপ বলতে শোনা যাচ্ছে! এরপর থেকেই অনুরাগীদের আশঙ্কা আরো বেড়েছে, “আনন্দীর অদিত্য যদি চলে যায়, তাহলে আনন্দীর কি হবে?” কেউ আবার বলছেন, “জি বাংলা পছন্দের জুটিকে একসাথে রাখতেই চায়না! ঠিক যেমনটা করেছিল একসময় ‘এই পথ যদি না শেষ হয়’ শেষ করে।” এবার আবার সেই জুটি ফিরেছিল ‘আনন্দী’-তে, আবার কি ভাঙন?

wriwik mukherjee

নানা জল্পনার মাঝেই অনেকে তো আবার ঋত্বিকের চেহারায় ‘মুম্বই নায়কগিরি’র ছাপ খুঁজে পেয়ে আগাম পোস্টারও বানিয়ে ফেলেছে। যদিও ধারাবাহিক কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি, এবং ঋত্বিকও মুখে কুলুপ এঁটেছেন, আর এতেই সাসপেন্স আরও গাঢ় হয়েছে! তবে না, ‘আনন্দী’ ছাড়ছেন না ঋত্বিক মুখোপাধ্যায়। বরং একই সঙ্গে এক নতুন অভিজ্ঞতা নিতে চলেছেন তিনি।

হিন্দি ধারাবাহিকে অভিনয় নয়, কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছেন! জি বাংলায় আসছে ‘ইশক সুবহান আল্লাহ’ নামে একটি হিন্দি ধারাবাহিকের ডাবিং ২১ এপ্রিল থেকে দুপুর ৩:৩০ এ, যেখানে নায়কের কণ্ঠে শোনা যাবে ঋত্বিকের গলা। মানে পর্দায় তিনি আনন্দীর প্রেমিক, আর কানে কানে প্রেমে পড়বেন অন্য নায়িকার সাথে একাধারে! এখন বলাই যায়, অনুরাগীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন,

‘আনন্দী’র আদিত্য থেকে এত তাড়াতাড়ি ঋত্বিকের মুক্তি নয় শুনে। তবে হিন্দি ধারাবাহিকে প্রথম কণ্ঠ দেওয়া নিয়ে বেশ উত্তেজিত অভিনেতা। নতুন কাজ, নতুন মাধ্যম, অভিনয় না হলেও, কণ্ঠ দিয়েই এই প্রথম পা রাখলেন এক ভিন্ন প্ল্যাটফর্মে। আর এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে সকল ঋত্বিক ভক্তরা। অভিনয়ের পাশাপাশি কন্ঠ দিয়ে ঋত্বিক দর্শকের মন কতটা জিততে পারে তা এখন সময়ই বলবে।

Piya Chanda