জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বিরক্তিকর অভিনেতা’, চারিত্রিক অভিযোগে জেরবার সায়ন্তকে জগদ্ধাত্রী থেকে বিদায়ের দাবি দর্শকদের! ভক্তদের দাবিতে কর্ণপাতই করছে না প্রযোজনা সংস্থা

‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিক যাঁরা প্রথম থেকেই দেখছেন, তাঁরা জানেন একসময় কাঁকনের জীবনে প্রেমিক হিসাবে এন্ট্রি নিয়েছিল এক নতুন চরিত্র, ‘সায়ন্ত মোদক’ (Sayanta Modak) এর অভিনীত সেই যুবক। দর্শক প্রথমে ভেবেছিলেন, সাময়িক চরিত্র হবে, একটু উত্তেজনা বাড়িয়ে চলে যাবে। কিন্তু একি হলো! রিলের প্রেম রিয়াল লাইফের কেচ্ছার উপর যেন ঢাকা দিয়ে দিল, দিনকে দিন সে চরিত্র আরও পাকাপোক্ত হতে লাগল। দর্শকের কোনোরূপ অনুরোধ, অভিযোগ কিছুই খাটলো না।

এইদিকে যখন একের পর এক অভিযোগে তুঙ্গে সায়ন্ত মোদকের ব্যক্তিগত বিতর্ক, তখনই যেন ইচ্ছাকৃতভাবে তার চরিত্রে বেশি স্ক্রিনটাইম দেওয়া শুরু হলো। কেউ কেউ তো কটাক্ষ করে বলেই ফেলেছেন, “ব্যক্তিগত জীবন যত গন্ধযুক্ত, পর্দায় তত ফুলের এন্ট্রি!” ধারাবাহিকে প্রেমিক থেকে এখন তাকে কাঁকনের বর বানিয়ে দেওয়া হয়েছে, ঘটা করে দেখানো হচ্ছে তাঁদের বিয়ে। আর দর্শকরা ভাবছে—এত বড় অনৈতিকতার পরেও কীভাবে এত সুযোগ?

দর্শকেরা তো বারবার বলেছেন, এই চরিত্রে সয়ন্ত যেন আর না থাকে। সমাজ মাধ্যম জুড়ে প্রতিবাদ, হ্যাশট্যাগ, পোস্ট, সবই চলেছে। কিন্তু কে শোনে কার কথা! ‘জগদ্ধাত্রী’-র প্রযোজনা সংস্থা হয়তো মনে করে, দর্শক মানেই শুধু টিআরপি মেশিন! তারা হয়তো ভাবছেন, আমরা যা দেখাবো, তাই দেখবে। কারা কোথায় কী বলছে, তাতে কিছু এসে যায় না।

আসলে এখানে কাহিনি না, চরিত্র না, বরং বিতর্কটাই যেন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। স্ক্রিপ্টের নামে যা চলছে, তা যেন এক অদ্ভুত প্রতিশোধের পালা, যেখানে দর্শকের আবেগ নিয়ে রীতিমতো খেলা চলছে। “অভিনেতা নাকি বিতর্কিত? ফিক্স করো একটা বিয়ে, তাতেই সব মাফ!”—এই মডেলেই যেন চলেছে ধারাবাহিকের রচনা।

তবে দর্শক তো আর বোকা নয়! একে একে অনেকেই এই ধারাবাহিক দেখা বন্ধ করছেন, অনেকেই স্পষ্ট বলছেন, “একজন অভিযুক্তকে যতই গাঁটছড়া পরাও, বিশ্বাসের গিঁট কিন্তু আর বাঁধা যাচ্ছে না!” এখন দেখার, শেষমেশ জগদ্ধাত্রী ধারাবাহিকের টিআরপি টিকবে, না এই ট্রোল-তুফানে হারিয়ে যাবে কাঁকন-সায়ন্ত জুটির পর্দার প্রেম! আপনাদের কি মতামত, জানতে ভুলবেন না কিন্তু?!

Piya Chanda

                 

You cannot copy content of this page