জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সেরার শিরোপা ওঠেনি হাতে, ট্রফি হাতছাড়া হলেও তাঁর প্রতিভা যে অনন্য! ফের প্রমাণ করে দিলেন ‘আরাত্রিকা সিনহা’!মিউজিক লেজেন্ডের সঙ্গে মিললো প্লেব্যাকের সুযোগ!

বাংলার সংগীতের মঞ্চে এক নতুন কণ্ঠের নাম—‘আরাত্রিকা সিনহা’ (Aratrika Sinha)। জি বাংলা ‘সারেগামাপা’ (Saregamapa 2024) -এর সর্বশেষ সিজনে তাঁর গানের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা বাংলার মানুষ। প্রত্যেকটি পর্বে যেন এক একধাপ করে ওপরে উঠছিলেন এই কিশোরী গায়িকা। স্বচ্ছন্দ কণ্ঠস্বর, নিখুঁত স্বরলিপি আর মঞ্চে এমন দাপট দেখিয়েছিলেন যে অনেকেই ধরেই নিয়েছিলেন, এই প্রতিযোগিতার ট্রফি বুঝি তাঁরই হাতে উঠবে। কিন্তু সব আশা জলে গেল ফাইনালের দিন। বিজয়ীর শিরোপা ওঠে ‘দেয়াশিনী রায়’ এর হাতে।

বিজয়ীর আসন থেকে সামান্য ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন আরাত্রিকা। যদিও বিজয়ী না হয়েও বিচারকদের কাছ থেকে সম্মান কুড়িয়েছেন তিনি। তাঁর ঝুলিতে উঠেছে ‘কালিকাপ্রসাদ সম্মান’ এবং ‘খুদে কমরেড’ খেতাব। কিন্তু দর্শকদের একাংশ তাতে সন্তুষ্ট নন। সমাজ মাধ্যমে অনেকেই সরব হয়ে প্রশ্ন তুলেছেন, ‘এই প্রতিভার স্বীকৃতি কি শুধু এতটুকুই?’ তাঁদের মতে, আরাত্রিকার গান ছিল অনেক বেশি শক্তিশালী, গভীর আর এক্সপ্রেশিভ।

যেটা একজন চ্যাম্পিয়নের যোগ্য পরিচয় নিঃসন্দেহে। তবে ট্রফি হাতছাড়া হলেও আরাত্রিকার প্রতিভা যে অনন্য, তা প্রমাণ হয়ে গেল আরও বড় এক সুযোগে। সংগীতের ছোটপর্দা থেকে সরাসরি বড়পর্দার জগতে পা রাখলেন তিনি। জানা গেছে, আরাত্রিকা ইতিমধ্যেই নিজের প্রথম বাংলা সিনেমার জন্য প্লে-ব্যাক করেছেন। ছবির নাম ‘ভালোবাসা ডট কম’। এই ছবিতে রয়েছে বাংলা সিনেমার দুই কিংবদন্তি তারকা—দীপঙ্কর দে এবং সৌমিত্র চট্টোপাধ্যায়।

Saregamapa, Zee Bangla, Aratrika Sinha, finalist, playback singer, সারেগামাপা, জি বাংলা, আরত্রিকা সিনহা, প্রতিযোগী, প্লেব্যাক সিঙ্গার

এমন এক প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে প্রথম প্লে-ব্যাক, নিঃসন্দেহে এটা আরাত্রিকার কেরিয়ারে এক স্বর্ণলেখ। ছবির জন্য তিনি গেয়েছেন একটি আবেগঘন গান, ‘জীবন যখন শুকায়ে যায়’। এই গানটি শুধু আরাত্রিকার সংগীত দক্ষতাকেই নয়, তাঁর কণ্ঠের প্রাপ্তবয়স্ক গভীরতাকেও তুলে ধরবে বলে আশা। শুধু তাই নয়, এই ছবিতে রয়েছেন এক সঙ্গীতের জাদুকর, মিউজিকাল লেজেন্ড ‘কুমার শানু’। কুমার শানুর মতো কিংবদন্তির পাশে একজন নবাগত

আরও পড়ুনঃ মায়ের বদহজমের সঙ্গে মাতৃদুগ্ধের সম্পর্ক নেই! এইসব ধারণা বড্ড ভ্রান্ত! তুমি নববর্ষে মন, প্রাণ ভরিয়ে খাবো! ডায়েট ভুলে মেনুতে কী কী থাকছে নতুন মা অনিন্দিতা-রূপসার পাতে?

গায়িকার এই সুযোগ পাওয়া নিঃসন্দেহে বিরল কৃতিত্ব। আজ আরাত্রিকা শুধুমাত্র একটি প্রতিযোগিতার অংশ নন, বরং বাংলা সংগীতের আগামী দিনের সম্ভাব্য প্রতীক। বিজয়ী না হয়েও যে মানুষের ভালোবাসায় সিনেমার মঞ্চে নিজের জায়গা তৈরি করে, তিনি প্রমাণ করেন—প্রতিযোগিতার ট্রফি নয়, আসল সাফল্য আসে মানুষের মন জয় করায়। আর সেই লড়াইয়ে আরাত্রিকা নিঃসন্দেহে একজন জয়ী।

Piya Chanda

                 

You cannot copy content of this page