বাংলা টেলিভিশনের পর্দায় তাঁকে শেষবার মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ হংসিনী চরিত্রে। এরপর অনেকদিন পেরিয়ে গেলেও নতুন কোনও ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা মেলেনি তাঁর। কথা হচ্ছে অভিনেত্রী ‘শার্লি মোদক’ (Sharly Modak) এর। যদিও জি বাংলার বর্তমানের অতি জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) তে ‘শালিনী’ চরিত্রে তাঁর নেতিবাচক রূপ দর্শকের বেশ পছন্দ হয়েছে। এবার অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ত এবং তাড়াতাড়িই ফিরছেন ছোটপর্দায়।
শার্লির মতে, এই বিরতিটা তিনি নিজেকে একটু সময় দেওয়ার জন্যই নিয়েছিলেন। অভিনেত্রী হিসেবে টেলিভিশনে তাঁর যাত্রা শুরু হয় স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের হাত ধরে। ভাগ্যশ্রী চরিত্রে তাঁকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ধারাবাহিকটি বেশিদিন স্থায়ী হতে পারেনি। এরপর শার্লির কাছে আসে দারুন সুযোগ, জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ অভিনয় করার, এই ধারাবাহিকই বদলে দেয় তাঁর কেরিয়ারের গতি।
হংসিনী হিসেবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জায়গা করে নেন বাঙালি দর্শকের মনে। ঘরোয়া মেয়ের রূপে তিনি হয়ে ওঠেন সকলের প্রিয়। তবে শার্লির অভিনয় শুধুমাত্র ‘মিষ্টি মেয়ে’র ইমেজেই আটকে থাকেনি। ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনী নামের খলচরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে তাঁর পরিধি অনেক বিস্তৃত। ভিলেন চরিত্রে এটাই ছিল তাঁর প্রথম কাজ। কিন্তু এতটাই প্রাণবন্ত অভিনয় করেছিলেন যে দর্শকরা রীতিমতো রেগে যায় চরিত্রের উপর!
একদিকে নায়িকা, অন্যদিকে ভিলেন—দুই ভূমিকাতেই সমান সফল শার্লি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অভিনয় জগতে তাঁর আগমন একেবারেই পরিকল্পনাহীন। জলপাইগুড়ির মেয়ে শার্লি স্কুলে পড়ার সময় সিদ্ধান্ত নেন কলকাতায় এসে পড়াশোনা করার। সেখানেই আচমকাই কিছু মডেলিং-এর সুযোগ আসে তাঁর সামনে। মডেলিং করার কোনও পূর্ব ইচ্ছা ছিল না তাঁর, তবুও সময়ের সঙ্গে সেটা হয়ে যায় এক নতুন অভিজ্ঞতা। ঠিক সেই সময়েই কালার্স বাংলা চ্যানেল থেকে একদিন ফোন আসে অডিশনের জন্য।
আরও পড়ুনঃ প্রতিশ্রুতি দিয়েও তাঁকে ছুঁড়ে ফেলা হয়েছিল! টেলিভিশনের রাজনীতির শিকার হন জগদ্ধাত্রী খ্যাত ‘সঞ্চারী!’ বর্তমানে কোন পেশা বেছে নিয়েছেন তিনি ?
অভিনয় শেখা তো দূরের কথা, কোনওদিন অভিনয় করবেন সেটাও কল্পনা করেননি শার্লি। কিন্তু ভাগ্যের লেখায় ছিল অভিনেত্রী হওয়া। ‘চিরদিনি আমি যে তোমার’ ধারাবাহিকের অডিশনে অংশ নিয়েই প্রথমবারেই সিলেক্ট হয়ে যান লিড চরিত্রের জন্য। প্রথমে তিনি দ্বিধায় ছিলেন, করবেন কি করবেন না! কিন্তু বাবার উৎসাহে সেই চরিত্র দিয়েই শুরু হয় তাঁর অভিনয় জীবন। আজ শার্লি মোদক টেলিভিশনের এক পরিচিত নাম। তিনি জানান খুব তাড়াতাড়ি ফিরছেন মুখ্য চরিত্রে!