জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) -এর নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই মিলেছে একেরপর এক চমক। কখনো সঞ্চালকের ভূমিকা থেকে বিচারকের আসনে অঙ্কুশ, আবার কখনো পূজা হালদারের মতন প্রতিযোগীর উপস্থিতি, সব মিলিয়েই যেন এই সিজন হয়ে উঠেছে জমজমাট। এবার ডান্স বাংলা ডান্স দর্শকদের জন্য নিয়ে হাজির এক বিশেষ পর্ব, যা অন্যমাত্রায় নিয়ে যেতে চলেছে এই রিয়েলিটি শো কে।
নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দেখা গেল, ছোটপর্দার পরিচিত মুখ ‘অনন্যা চট্টোপাধ্যায়’ (Ananya Chatterjee) ধরা দেবেন এক নতুন রূপে। ‘সুবর্ণলতা’ নামেই পরিচিত এই অভিনেত্রীকে, এবার দেখা যাবে রবীন্দ্রসঙ্গীতের তালে অসাধারণ নৃত্য পরিবেশন করতে। “গহন কুসুম কুঞ্জ মাঝে”—এই মন ছুঁয়ে যাওয়া গানে তাঁর আবেগঘন পারফরম্যান্স ইতিমধ্যেই প্রোমোতেই শোরগোল ফেলেছে সমাজ মাধ্যমে। এই বিশেষ পর্বে শুধু অনন্যাই নয়, থাকছেন আরেকজন!
রূপালী পর্দার গ্ল্যামার কুইন ঋতুপর্ণা সেনগুপ্তও হাজির থাকবেন একইদিনে এই মঞ্চে। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাল মিলিয়ে ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানে তাঁর অনবদ্য নাচ যেন এক নতুন মাত্রা এনে দিয়েছে শো-এর আমেজে। দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রীর উপস্থিতি নিঃসন্দেহে এই পর্বগুলিকে করে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে আরেকটি বিষয় ভাবাচ্ছেন দর্শকদের কে, কি সেটা?
এদিন বিচারকের আসনে কিছুটা রদবদল লক্ষ্য করা গেল। সাধারণত যেখানে কৌশানি মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরাকে দেখা যায়, সেই জায়গায় এদিন বসতে দেখা গেল যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন অনন্যা ও ঋতুপর্ণা, ফলে প্রিয় বিচারকদের ভবিষ্যত নিয়েও উঠছে অনেক প্রশ্ন। তবে শুধু বিচারকরাই নয়, প্রতিযোগীরাও এই পর্বে নজর কাড়ার মতো পারফরম্যান্স দিতে চলেছেন।
আরও পড়ুনঃ অভিনয় না জেনেই ভাগ্যের জোরে অভিনেত্রী! ভাগ্যলক্ষী থেকে ‘ফুলকি’র ভিলেন! কীভাবে অভিনেত্রী হয়ে উঠেছিলেন শার্লি?
অহনা নামের এক পুচকি প্রতিযোগী ‘রঙ্গবতী’ গানে এমন দুর্দান্ত নাচ উপহার দিতে দেখা গেল, যার পর তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দিতে বাধ্য হলেন বিচারকরা। মহাগুরু মিঠুনের মুখে শোনা গেল সেই বিখ্যাত ডায়লগ। সব মিলিয়ে ডান্স বাংলা ডান্স-এর এই বিশেষ পর্বগুলিতে থাকছে একের পর এক চমক! তাই সবটা জানতে চোখ রাখতেই হবে এই ১৯-২০ তারিখ জি বাংলা ‘ডান্স বাংলা ডান্স’এ।