জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) শুরুর পর থেকেই তৈরী করেছে নানান বিতর্ক। কখনো রাই (Aratrika Maity) সংসারের দায়িত্ব নিতে নিজের প্রেমিকের সাথে বোন নীলুর (Debadrita Basu) বিয়ে দেওয়া, অথবা নীলুর চরিত্রের অবনতি, সবেতেই দর্শকদের কাছে কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প যেখানে তিন বোনকে ঘিরে, সেখানে রাই যেন একমাত্র প্রধান চরিত্র কিন্তু লেখক বোধয় রাইয়ের কপালে কেবল দুঃখই লিখেছেন।
রাই চরিত্রটি প্রথমে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর সত্তা নিয়ে শুরু করলেও বর্তমানে সে একজন নিপীড়িত চরিত্রে পরিণত হয়েছে। একাধিকবার বিবাহবিচ্ছেদ, শারীরিক প্রতিবন্ধকতা, নীলুর ষড়যন্ত্র ও মানসিক চাপ এই সব মিলিয়ে রাইয়ের এই পরিস্থিতি যেন মেনে নিতে পারছেন না দর্শকরা। প্রসঙ্গত এই ধারাবাহিকের টিআরপি একেবারেই নিম্নমুখী হয়ে পড়েছে অপ্রাসঙ্গিক মোড়ের জন্য। ধারাবাহিক টিকিয়ে রাখতে চ্যানেল কর্তৃপক্ষ শেষের স্লট দিতে বাধ্য হয়েছে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, রাই কিছুদিন যাবত অন্তঃসত্তা। অন্যদিকে স্রোতের বৈবাহিক জীবন নতুন মাত্রা পেয়েছে। অবশেষে সব ষড়যন্ত্রের ইতি টেনে নীলুর চরিত্রের পরিবর্তন লক্ষ্য করা গেছে। চ্যানেলের তরফ থেকে প্রকাশিত শেষ প্রোমোতে দেখা গিয়েছে, রাইয়ের সাদ অনুষ্ঠান চলছে যেখানে স্রোত খুব উচ্ছ্বসিত আসন্ন সদস্যকে নিয়ে। এবার সম্প্রতি জি বাংলার তরফে প্রকাশিত এই ধারাবাহিকের নতুন প্রোমোতে যা দেখা গেল, তা দেখে দর্শকমহলের উদ্বেগ ও রাইয়ের প্রতি করুনার শেষ নেই!
আরও পড়ুনঃ অপর্ণার হবু শ্বশুরের ষড়যন্ত্র জানতে পারলো আর্য! ভুয়ো বিয়ে থেকে আর্য কি পারবে অপর্ণাকে বাঁচাতে? ‘চিরদিনই তুমি যে আমার’-এ আসছে জমজমাট পর্ব
নতুন প্রোমোতে দেখা গিয়েছে রাইয়ের জীবন থেকে নীলু সরে যাওয়ার পর অন্তঃসত্ত্বা রাই আরো বেশি দুশ্চিন্তায় জর্জরিত। এমন পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থার অবনতি চরমে পৌঁছায়, এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় সে। অনির্বাণ কিছু বুঝতে না পেরে পরিচারিকাকে ডাক দেন। তিনি আসতেই লক্ষ্য করেন তাঁর পা বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। আর এই দেখি দর্শকমহলে উদ্বেগ চরমে উঠেছে তবে কি রাই মাতৃত্বের সুখ পর্যন্ত পাবে না? তবে কি সন্তান জন্মের আগেই সন্তানকে হারালো রাই?