আর্য অপর্ণা, ইতিমধ্যেই এই জুটি বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তবে একমাস হল ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকটি জি বাংলায় শুরু হয়েছে আর তার মধ্যেই গল্পে এসেছে নানা মোর।
অসমবয়সী প্রেমের এই গল্প কিছুটা হলেও আলাদা করেছে অন্যান্য ধারাবাহিকের গল্পেদের থেকে। এখনো পর্যন্ত এই সিরিয়ালের গল্প দেখা গেছে ঘটনাচক্রে আর্যর সঙ্গে অপর্ণার দেখা হওয়া থেকে শুরু করে একে অপরের প্রতি ভালবাসা জন্মানো সবটাই হয়েছে খুব দ্রুত।

এমনকি, কিছুদিন আগে অপর্ণা নিজের মনের কথা বলে দেয় তার আর্য স্যারকে। কিন্তু, এদিকে অপুর মা স্বয়ং স্যারকে বলে অপর্ণাকে বিয়েতে রাজি করাতে। যথারীতি অপরনার মায়ের কথা শুনে আর্য অপর্ণাকে বিয়েতে রাজি করায়।
আর এই সিদ্ধান্তই মনে মনে কিছুতেই মেনে নিতে পারছে না আর্য, প্রভাব পড়ছে তার ব্যবহারেও। এদিকে, আপনার বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। আর এই সব কিছুর মাঝেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে ধারাবাহিকের এসেছে নতুন প্রমো।
আরও পড়ুনঃ মায়ের কথা শুনলেই ছেলেরা ‘পুরুষ সিংহ’ আর বউয়ের কথা শুনলেই ‘ভেরুয়া’! বিপদের সময় স্ত্রীকে সঙ্গ দেওয়ায় সমালোচনার শিকার প্রকাশ! সমাজের আসল চিত্রই কি তুলে ধরছে দুগ্গামনির গল্প?
প্রমোতে দেখা যাচ্ছে, অপর্ণার হবু শ্বশুর ফোনে কারও সঙ্গে কথা বলছে। আর সেই সমস্ত কথাই শুনে ফেলে আর্য সিংহ রায়। অপর্ণার হবু শ্বশুর ফোনে বলছে, “আরে অপর্ণা আমার ঘরের বউ হয়ে আসবে আর আর্য সিংহ রায়ের সঙ্গে আমার ব্যবসার লাইনটা তৈরি হয়ে যাবে। আরে এটা বিয়ে টিয়ে নয়, এটা আমার একটা চাল”। আর্য এই কথা শোনা মাত্রই অবাক হয়ে যায় এবং অপর্ণাকে বলতে চাওয়ায় সে কিছুই বলে উঠতে পারে না। এই প্রোমো দেখে অনেক দর্শকদের মনে প্রশ্ন আর্য কি পারবে অপর্ণার বিয়ে আটকাতে?