জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মায়ের কথা শুনলেই ছেলেরা ‘পুরুষ সিংহ’ আর বউয়ের কথা শুনলেই ‘ভেরুয়া’! বিপদের সময় স্ত্রীকে সঙ্গ দেওয়ায় সমালোচনার শিকার প্রকাশ! সমাজের আসল চিত্রই কি তুলে ধরছে দুগ্গামনির গল্প?

আজকালকার সমাজ খুবই প্রগতিশীল। এক কথায় বলা যেতে পারে, নারী-পুরুষের মধ্যে আজ আর সেই অর্থে কোনো ভেদাভেদই নেই। কাঁধে কাঁধ মিলিয়ে সকল সংসার করা থেকে শুরু করে সমাজের বিভিন্ন কাজ সবটাই এখন সমানতালে করে মহিলা-পুরুষেরা।

এদিকে আবার কথায় আছে, ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ কিন্তু সেই রমণীর কথাকেই যদি স্বামী জীবনে মান্যতা দেয় তাহলে সেই পুরুষের পুরুষালী চরিত্রের ওপর প্রশ্ন তোলে সমাজ। ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও পুরুষদের দিকে সমাজের অনেক সমালোচকেরাই এই বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখেনা।

এমনকি, এই ধরনের পরিস্থিতি বারংবার দেখা গেছে বিনোদন জগতের সিরিয়াল কিংবা সিনেমাতে। বর্তমানে খানিক এমন ঘটনা ঘটতে দেখা যাচ্ছে জি বাংলার ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে। প্রসঙ্গত, কয়েকদিন যাবৎ এই ধারাবাহিকে দেখা যাচ্ছে গায়ত্রী তাঁর হারিয়ে যাওয়া সন্তানকে অনবরত সন্ধান করে চলেছে।

এদিকে স্বামীর কর্তব্য পালনে প্রকাশ সঙ্গ দিচ্ছে গায়ত্রীকে। এই কারণেই পরিবারের কাছে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় গায়ত্রী এবং প্রকাশকে। বলাই বাহুল্য, সমাজে বহিঃজগতে পুরুষের সম সম্মান পেলেও সাংসারিক দুনিয়ায় মূলত পুরুষদের মন্তব্যকেই প্রাধান্য দেওয়া হয়।

আর, সেখানে প্রকাশ একজন পুরুষ হয়ে নিজের স্ত্রীয়ের ভাবনা চিন্তাকে সমর্থন করছে। এদিকে, বাড়ির বউদের দুঃখটাই এই ধারাবাহিকের গল্পের মাধ্যমে তুলে ধরেছে। অনেক সমালোচকদের মতে, কোনো পুরুষ তার স্ত্রীর কথা শুনলেই হয়ে যায় ভেরুয়া আর মায়ের কথা শুনলে হয়ে ওঠে পুরুষ সিংহ। কঠিন বাস্তবকেই পরিচালক তার ধারাবাহিকের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে।

Piya Chanda