বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta) সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন জীবনের এক আক্ষেপের কথা। প্রশ্ন ছিল সহজ—এমন কোনো বলিউড তারকা আছেন কি, যাঁর সঙ্গে পর্দায় রোম্যান্স করার সুযোগ না পাওয়ায় আজও আফসোস রয়ে গেছে? ঋতুপর্ণার উত্তরে রীতিমতো হতবাক সবাই! ঋতুপর্ণার বলিউড তারকার সাথে রোমান্সের তালিকা বেশ লম্বা, তাতে জায়গা নেই কার? তবে কিছুটা ভেবে ঋতুপর্ণা যে নামটি প্রথমে উল্লেখ করেন, তা বলিউডের বাদশাহ ‘শাহরুখ খান’ (Shah Rukh Khan)।
তাঁর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে কাজ না করতে পারার আফসোস এখনও রয়ে গেছে অভিনেত্রীর মনে। সাক্ষাৎকারের মধ্যেই পাশে বসে থাকা পরিচালক সুমন ঘোষ পরামর্শ দেন আরেক জনপ্রিয় নাম—সইফ আলি খান। তখনই ঋতুপর্ণাও হাসিমুখে স্বীকার করেন, সইফের সঙ্গে রোম্যান্স করতে তাঁরও আগ্রহ রয়েছে। শুধু তাই নয়, তিনি জানান, অভিষেক বচ্চনকেও তিনি বেশ পছন্দ করেন। সেইসঙ্গে আরেক বলিউড অভিনেতা মাধবনের নামও উঠে আসে তাঁর পছন্দের তালিকায়।
মাধবনের অভিনয় ও চার্ম সম্পর্কে স্পষ্টতই অনুরাগী ঋতুপর্ণা। এই আলোচনার মাঝে অভিনেত্রী নিজেই জানান, পরিচালক সুমন ঘোষ এমন একটি সিনেমার ভাবনা ভাবছেন, যেখানে ভবিষ্যতে এই পছন্দের কোনো নায়কের সঙ্গে তাঁকে দেখা যেতে পারে বড়পর্দায়। তবে কোন তারকাকে নিয়ে ভাবছেন সুমন, সে বিষয়ে মুখ খোলেননি কেউই। দর্শকদের কাছে তাই একটা রহস্য থেকেই গেল—আগামী দিনে কে হতে চলেছেন ঋতুপর্ণার পর্দার নতুন রোম্যান্টিক জুটি?
সুমন ঘোষ ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে কাজ করেছেন ‘পুরাতন’ ছবিতে, যেখানে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। এই ছবিটি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে এবং ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। শুটিংয়ের সময়ে তাঁদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথাও উঠে এসেছে এই সাক্ষাৎকারে। মজার বিষয়, একবার দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হলেও, তা মুহূর্তেই মিটে যায় এক আবেগঘন মুহূর্তে।
আরও পড়ুনঃ ‘মিঠিঝোরা’তে রাই-অনির্বাণের সংসারে শোকের ছায়া! রাইয়ের জীবনে সুখ আসার আগেই সর্বনাশ! অন্তঃসত্ত্বা রাইয়ের জীবনে এলো এ কোন বিপদ?
সুমনের কথায়, যখন সেই দূরত্ব তৈরি হয়েছিল, তখন এক ফ্লাইটে ওঠার আগে ঋতুপর্ণা এগিয়ে এসে সুমনের গালে চুমু খান, আর সেখানেই গলে যায় বরফ। সুমন অবাক হয়ে যান—ঋতুপর্ণার মতো একজন সুপারস্টার সেই অভিমান ভাঙাতে এমন উদ্যোগ নেন। তাঁর মতে, এটাই ঋতুপর্ণার বড়ত্ব—যে তিনি সম্পর্ককে অমূল্য বলে মনে করেন এবং যেকোনো পরিস্থিতিতেই তা আগলে রাখেন। এবার অপেক্ষা, দর্শকরা কবে দেখতে পাবেন ঋতুপর্ণা ও তাঁর স্বপ্নের নায়কদের একসঙ্গে পর্দায়?