বাংলার বিনোদনের ইতিহাসে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসা ‘দাদাগিরি’ (Dadagiri) এবার বিদায় নিচ্ছে জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে! শুরুতেই শোনা গিয়েছিল দাদার সাথে নাকি দাদাগিরির সম্পর্ক ছিন্ন হচ্ছে। কিন্তু পরে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় জনপ্রিয় এই রিয়েলিটি শো-এর আসন্ন দশম সিজন (Dadagiri Season 10) সম্প্রচারিত হবে স্টার জলসায় (Star Jalsha)। শুধু তাই নয়, একইসাথে সৌরভের হাতে আরও ‘বিগ বস বাংলা’র (Big Boss Bangla) নতুন সিজনের দায়িত্বও।
টলিপাড়ার খবর, এই দুই শো মিলিয়ে চার বছরের জন্য স্টার জলসার সঙ্গে ১২৫ কোটি টাকার এক চুক্তিতে সই করেছেন সৌরভ গাঙ্গুলী! সৌরভ মানেই চমক, তাঁর উপর ভরসা রেখেই স্টার জলসার এই মোক্ষম চাল । ৩৪ দিনের বিশাল শুটিং শিডিউল, দ্বৈত রিয়েলিটি শো—সব মিলিয়ে দাদার নতুন ইনিংস এবার আরও জমজমাট বলেই মনে হচ্ছে। যদিও এখনও পর্যন্ত চ্যানেল বা দাদার তরফে কোনও বিবৃতি আসেনি, তবে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান সমালোচনা।
এই চুক্তির পর সৌরভের নেওয়া অর্থের অঙ্ক নিয়ে আলোচনা যেন তুঙ্গে উঠেছে! একজন বলেছেন, “লন্ডন এ কেনা ফ্ল্যাট এর টাকা টা তুলতে হবে তো! সাথে আবার বিদেশে মেয়ের পড়াশুনার খরচ, সেলাম মহারাজ!” আবার কেউ ঠাট্টা করে বললেন, “এই টাকাগুলো মনে হয় শালবনিতে লোহার রড ব্যাবসায় ইনভেস্ট করবে!” সৌরভের এই পদক্ষেপে কেউ কেউ তো তাঁকে সরাসরি ‘ব্যবসায়ী দাদা’র তকমা দিয়ে দিয়েছেন!
একজন লিখেছেন, “শুনে মাথা পাগল হয়ে গেল, এত টাকা!” আবার অন্য কেউ মন্তব্য করেছেন, “বিগবস টাও করতে রাজি হলেন! বর্তমান রাজনৈতিক দলগুলির সাথে অনেক সাদৃশ্য আছে। সব চাই সবাই কে চাই। ভালো, বিগবস হোস্ট হিসাবে জিৎ বা অনির্বাণ যদিও সবচেয়ে মানান সই মনে হচ্ছে আমার। শুধু এইটুকুতেই শান্তি নেই, কেউ কেউ তো অতীতের গ্রেগ চ্যাপেল কাণ্ড টেনে এনে লিখেছেন—“শুধুমাত্র গ্রেগ চ্যাপেল চিনেছিল এই নমুনাটা কে!”
আরও পড়ুনঃ মাত্র ২৪ ঘণ্টায় অসম্ভবকে সম্ভব! ‘ফুলকি’র জাতীয় মঞ্চে প্রত্যাবর্তন, শালিনীর ষড়যন্ত্রের জবাব দিল ফুলকি!
এই রকম বিশাল অঙ্কের টাকা নেওয়ার খবর সামনে আসতেই এক দর্শক ঠাট্টা করে বলেন, “জলসা আমাকে এক কোটি দিলেই হবে!” অন্যজন লিখেছেন, “কে বলেছে বাঙালিরা ব্যবসা করতে পারে না। এইতো দেখিয়ে দিল ব্যবসা করে!” কেউ আবার লিখেছেন, “এই লোকটা চূড়ান্ত স্বার্থপর এবং সেলফ সেন্টার্ড। কোনোদিন নিজের সুবিধা ছাড়া কিছু ভাবেনি।” সৌরভের এই নতুন ইনিংস নিয়ে যেমন অনুরাগীদের উচ্ছ্বাস, তেমনই শুরু হয়েছে ট্রোলের বন্যা! আপনাদের কি মতামত, অবশ্যই জানাবেন!