জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট পর্দায় ফিরছেন টুম্পা ঘোষ! টেলিভিশনে কবে থেকে দেখা যাবে ‘রাগে অনুরাগে’খ্যাত অভিনেত্রীকে? কোন বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী?

বিনোদন জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা কিংবা শিল্পীরা রয়েছেন যারা একসময় দর্শকদের মধ্যে বহুল চর্চিত ছিল। কিন্তু, বর্তমানে নানা নতুন মুখের ভিড়ের মাঝে হারিয়ে গেছেন সেই সকল গুণী শিল্পীরা। এমনকি, পর্দায় তাদের কামব্যাকের জন্য বেশি অপেক্ষা করতে হতো না।

তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে একসময়ের জনপ্রিয় টেলি অভিনেত্রী ফিরছেন আবার ছোটো পর্দায়। অভিনেত্রীর নাম টুম্পা ঘোষ। স্টার জলসার হাত ধরে বহু বছর পর এই অভিনেত্রী ফিরছে ধারাবাহিকে। কিন্তু, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? নাকি, আসছে নতুন কোনো গল্প?

কাকতালীয়ভাবে, টুম্পা তার অভিনয় যাত্রা শুরু করেছিল স্টার জলসার বিধির বিধান সিরিয়ালের হাত ধরেই। পরবর্তীতে অবশ্য, জি বাংলার রাগে অনুরাগে ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পায়ে দর্শকমহলে।

অভিনেত্রীর কয়েকটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল- ‘বিধির বিধান’, ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অগ্নিজল’, ‘জয়কালী কলকাতাওয়ালী’, ‘বেদিনী মলুয়ার কথা’, ‘নিশির ডাক’ এবং আরো অনেক। ছোট পর্দা ছাড়াও অভিনেত্রীকে সিনেমাতেও কাজ করতে দেখা গেছে।

টুম্পার ঝুলিতে এত জনপ্রিয় সিরিয়াল থাকা সত্ত্বেও কখনই তাঁকে চর্চায় দেখা যায়নি। বহু বছর পর অভিনেত্রী সিরিয়ালে ফিরছে কিন্তু নায়িকা রূপে নয়। টলি পাড়ার জোর গুঞ্জন স্টার জলসার ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে দেখা যাবে টুম্পাকে। গীতা এবং স্বস্তিকের মাঝে আগমন হচ্ছে নতুন চরিত্রের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই ধারাবাহিককে অভিনেত্রী অন্ধের চরিত্রে অভিনয় করবে। অভিনেত্রীর এতদিন পর পর্দায় কামব্যাক করছি শুনে দর্শকের একাংশ যেমন খুশি, তেমন অনেকেই অভিনেত্রীর পার্শ্বচরিত্রে অভিনয় করছে বলে কিছুটা অসন্তুষ্ট হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page