জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে এবার সবার সামনে আসতে চলেছে ফুলকির লুকিয়ে থাকা অতীত। রাজবাড়িতে ধানুর বিয়ে ঠিক হয় আদিত্য নারায়ণের সঙ্গে, আর সেখানেই বড় রাণীমাকে দেখে ফুলকি নিজের মায়ের মিল খুঁজে পায়। ঘটনাচক্রে রুদ্র সংশোধনাগারে বসেই জানতে পারে যে ফুলকি আসলে সেই রাজবাড়ির উত্তরাধিকারী। অন্যদিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফুলকির বাবা। রাজবাড়ির অন্দরমহলে জমে থাকা এক ভয়াবহ রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে, আর এইসব মিলিয়েই ধারাবাহিক পাচ্ছে এক টানটান উত্তেজনার মোড়।
আজকের পর্বের শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনে হাজির হয় ফুলকি আর মা, আইপিএস অফিসার জানান গত কয়েক মাসে ফুলকির বাবার মতন আরও পাঁচ জন লোক গায়েব হয়েছেন। তাদের রিপোর্টও লেখা হয়েছে বেশ কিছুদিন পর। আর সব মিলিয়ে দেখতে গেলে কয়েক বছরে প্রায় দশ থেকে বারো জন, এরা কেউই মেয়ে নন বরং সবাই শক্ত সামর্থ পুরুষ মানুষ। ফুলকিদের মনে করে বলতে বলেন অফিসার এর আগে তাঁর বাবার সাথে কিছু ঘটেছিল কিনা।

ফুলকি সেই ছিনতাইবাজদের ঘটনাটা তুলে ধরতেই অফিসার জানায় ওটা চুরি না অপহরণের চেষ্টা ছিল। অফিসার আরও জানান, এই ঘটনায় যার নাম উঠে এসেছে সে ‘শিবু গুন্ডা’, ফুলকি বলে যেখান থেকে হোক সে ওই গুন্ডাকে খুঁজে বের করবেই। অন্যদিকে সংশোধনাগারে লাবণ্য যায় রুদ্রর সাথে দেখা করতে। রুদ্রকে লাবণ্য সাফ জানিয়ে দেয় যে জেল থেকে বেরোনোর স্বপ্ন ভুলে যেতে, আর যদি সে কোনও ভাবে বেরিয়েও যায় তাহলেও বাঁচতে পারবে না।
রায়চৌধুরী বাড়িতে রোহিতের মা এবং জেঠিমা মিলে ধানুর বিয়ের তোড়জোড় করতে থাকেন, ধানু এসে জানায় সে কোনও ভাবেই এই পরিস্থিতিতে বিয়ে করবে না, যেখানে ফুলকি তাঁর বাবাকে এখনও খুঁজে পায়নি। ফুলকি এসে জানায় কোনও ভাবেই বিয়ে পেছানো যাবে না বিয়ে ঠিক হওয়া দিনেই হবে। এরপর সবাইমিলে ঠিক করে রাজবাড়ি যাবে প্রণামির হিসাব নিতে, ফুলকিও যেতে চায় কারণ মনে মনে সে বড় রানীর সঙ্গে দেখা করতে ব্যাকুল।
আরও পড়ুনঃ মাত্র ২৪ বছর বয়সী নিজের ভাইকে হারালেন রূপসা চ্যাটার্জী! সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী
রাজবাড়িতে পৌঁছাতেই সবাই জানতে পারে দুদিন ধরে কিচ্ছু খাচ্ছেন না বড় রানী আর খুব অসুস্থ্য হয়ে পড়েছেন। ফুলকি লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে সবাই অনেক চেষ্টা করছে কিন্তু বড় রানী খেতে নারাজ। ফুলকি নিজে গিয়ে বড় রানীকে খাইয়ে দেয়। বড় রানী জানতে চায় ফুলকি কে, ফুলকি কিছু বুঝতে না পেরে বলে তোমার মেয়ে। তবে কি এবার সত্যিই বড় রানী ফিরে পেল তাঁর মেয়েকে? ফুলকির বাবার উধাও হওয়ার পিছনেই বা কার হাত? রুদ্রকি এবার সত্যিই ছাড়া পেয়ে যাবে? জানতে চোখ রাখুন আগামী পর্বে।