জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুলের সাজানো প্ল্যানে এবার পুলিশের জালে তূর্য? শ্রীতমার প্রেমিকের অ’পহর’ণের সূত্র ধরে রহস্য উদঘাটন! তূর্যর মুখোশ খুলে দিল পারুল-রায়ান! ‘পরিণীতা’তে আজ ধামাকা পর্ব!

জি বাংলার ‘পরিণীতা’ (parineeta) ধারাবাহিকে পারুলের জীবনে নতুন লড়াই, বসু বাড়ির ক্ষতি করতে চায় কোনও এক ব্যাক্তি। তাঁর চক্রতেই রায়ানের কাকা মনোজিতকে ফাঁসানো হয়েছে এক জঘন্য মিথ্যে মামলায়, আর শ্রীতমার বয়ান পাল্টানোর পেছনে রয়েছে গভীর রহস্য। পরিবারের সম্মান রক্ষায় এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে পারুল ও রায়ান। তূর্যর আসল রুপ কি এবার সবার সামনে আসবে? পরিণীতার গল্প এখন চরম টানাপোড়েনের মোড়ে।

আজকের পর্বের শুরুতেই দেখা যায় পরিতোষ পারুলকে কথা দিতে বলে যে মনোজিতকে স্বসন্মানে ফিরিয়ে আনবে। পারুল এই বিষয়ে রায়ানের সাহায্য চায়, রায়ান পাশে দাঁড়াতে রাজি হয়ে যায়। পারুল ঠিক করে আগে শ্রীতমার বাড়িতে গিয়ে জানতে হবে কেন মিথ্যে বয়ান দিয়েছে সে। সেই মতন পারুল রায়ানকে নিয়ে শ্রীতমার বাড়িতে যায়। শ্রীতমা ওদের দুজনকে দেখে কিছুতেই কথা শুনতে বা বলতে চায় না।

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, Turjo, New Promo, Robi Bondona, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, পারুল, রায়ান, তূর্য, নববর্ষ, পরিণীতা প্রোমো, নতুন প্রোমো, রবিবন্দনা

পারুল বলে তাঁর জন্যই এতকিছু করে ফাঁদ পাতা হয়েছিল লোকটাকে ধরার জন্য আর আজ যখন কোনও ভাবে সেখানে কাকা আটকে পড়েছে সেই সুযোগে শ্রীতমা বেইমানি করছে? পারুল আর নিজেকে আটকে রাখতে পারেনা একটা সপাটে চড় মেরে দেয় শ্রীতমার গালে। শ্রীতমা কান্নায় ভেঙে পড়ে জানায় ওই ব্যক্তি তাঁর প্রেমিককে অপহরণ করেছে আর বলেছে মিথ্যে বয়ান না দিলে ওকে শেষ করে দেবে।

অন্যদিকে তূর্য শ্রীতমার প্রেমিককে দিয়ে ফোন করিয়ে বাড়িতে বলায় যে সে বন্ধুদের সাথে দিল্লি এসেছে তাই চিন্তা না করতে, যাতে পুলিশের কাছে কেউ তাকে না পেয়ে কোনও অভিযোগ না করে। পারুলের কাছে শ্রীতমার কথা শুনে সবটা পরিষ্কার হয়ে যায়, যে ওই ব্যক্তির নিশানা শ্রীতমা নয় কাকাই ছিল। শ্রীতমাকে শুধু ব্যবহার করেছে আর এই ব্যাক্তি হয়ত সেই ব্যাক্তি যে রায়ানকেও মারতে এসেছিল। সেই মুহূর্তেই শ্রীতমার কাছে তূর্যর ফোন আসে।

আর সে বলে এখনও তাঁর প্রেমিক ঠিক আছে কিন্তু সে যদি কিছু রায়ান বা পারুলকে জানায় তবে মেরে ফেলবে তাঁর প্রেমিককে। শ্রীতমা অনুরোধ করে পারুল আর রায়ানের কাছে কাউকে কিছু না বলতে, পারুল বলে সে যেখান থেকেই হোক তাঁর প্রেমিককে খুঁজে বের করবে। বুদ্ধি করে পারুন শ্রীমাকে যখন ফোন করেছিল ওই ব্যক্তি সেটা রেকর্ড করে নেয়। সেই রেকর্ডিংয়ে শোনা যায় অপহরণকারীর আশপাশ থেকে ভেসে আসছে কোন এক অনুষ্ঠানে ভাষণ।

সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে নতুন বাজার এলাকায় বার্ষিক অনুষ্ঠানের কথা। পারুল বলে সেখানেই যেতে হবে, কিন্তু রায়ান বলে শহরে এত অনেক নতুন বাজার আছে কথায় খুঁজবে? পারুল বলে পুলিশের সাহায্য নিতে হবে। সেই মতন পারুল পুলিশের সাহায্যে পৌঁছে যায় সেখানে। তূর্য পালানোর চেষ্টা করলে পুলিশ চারিদিক থেকে ঘিরে নেয়। পারুল বলে এবার আর পালানোর পথ নেই, বলেই পারুল মুখোশ খুলে দেয়। এবার কি ধরা পড়বে তূর্য নাকি আবারও পালাবে সে? জানতে চোখ রাখুন আগামী পর্বে।

Piya Chanda