জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ভালো সময় খুব কাছেই আছেই, শুধু সাহস আর বিশ্বাসটুকু ধরে রাখো, তোমাকে কেউ ভুলে যায়নি” স্ত্রী অনামিকার পাশে থেকে তাকে সাহস জোগালেন উদয়! বাস্তবের রায়ানে মুগ্ধ নেটপাড়া

যাঁরা বাংলা ধারাবাহিকের নিয়মিত দর্শক, তাঁদের কাছে এক অত্যন্ত পরিচিত নাম অভিনেত্রী ‘অনামিকা চক্রবর্তী’ (Anamika Chakraborty) । কখনও ‘রাজযোটক’ এর বনি, তো কখনও ‘এখানে আকাশ নীল’ (Ekhane Aakash Neel) এর হিয়া—প্রতিটি চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। মিষ্টি হাসি আর বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনামিকা। ধারাবাহিক জগত দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও তাঁর অভিনয় কেরিয়ার ছড়িয়ে পড়েছে ওয়েব সিরিজ এবং বড়পর্দাতেও।

শেষবারের মতো তাঁকে ছোটপর্দায় দেখা যায় ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে, যদিও সেই চরিত্রটি ছিল সীমিত সময়ের জন্য। তবে ধীরে ধীরে লাইমলাইট থেকে সরে যেতে বাধ্য হয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে অনামিকা নিজেই অকপটে স্বীকার করেছিলেন, তাঁর ওজন বেড়ে যাওয়ায় তাঁকে আর নেওয়া হচ্ছে না। এমনকি কিছু কাজের জন্য আগেই বাছাই হলেও, পরবর্তীতে বাদ পড়তে হয়েছে চেহারার কারণে।

বিয়ের পর থেকে টেলিভিশনে তেমন কাজ পাননি তিনি। তবে থেমে থাকেননি অনামিকা। নতুন পরিচিতি গড়ে তুলেছেন সমাজ মাধ্যমে, নিজের ব্লগ চ্যানেল শুরু করেছেন তিনি, যেখানে নিজের জীবনের নানা মুহূর্ত, অভিজ্ঞতা আর দর্শকদের সঙ্গে সরাসরি ভাগ করে নিচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হল, অনামিকার এই ব্লগ চ্যানেল মাত্র কয়েক দিনের মধ্যেই বিশাল জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওর ভিউজ হু হু করে বেড়েছে, প্রতিটি কমেন্টে উঠে আসছে তাঁর জনপ্রিয় চরিত্রগুলোর কথা।

বিশেষ করে হিয়াকে আবার পর্দায় দেখার আর্জি। অনেকেই লিখেছেন, অনামিকা এখনও তাঁদের প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই ভালোবাসার প্রতিফলনেই অনামিকার স্বামী ও অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) সমাজ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন, যেটা নেটিজেনদের মন ছুঁয়ে যায়। উদয় নিজের পোস্টে স্ত্রীর ব্লগ ভিডিওর কিছু স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “মাত্র ১০ দিনের মধ্যেই ভিডিওগুলো এত সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছে, এটা সত্যিই বড় ব্যাপার।

কমেন্ট পড়লেই বোঝা যায়, মানুষ অনামিকাকে কতটা ভালোবাসে এবং আজও তাঁকে পর্দায় দেখতে চায়।” তিনি আরও লেখেন, “অনামিকার প্রতিটি চরিত্রে যে পরিশ্রম ছিল, তা দর্শক এখনও মনে রেখেছে। গত পাঁচ বছরে তাঁর একাধিক হিট ধারাবাহিকের প্রভাব এতটাই গভীর যে অনামিকা কখন যেন দর্শকদের আবেগের একটা অংশ হয়ে উঠেছে।” পোস্টের একেবারে শেষে উদয় লেখেন এক বিশেষ কথা—”তনু (অনামিকার ডাকনাম) তোমাকে কেউ ভুলে যায়নি।

ভালো সময় খুব কাছেই আছে, শুধু সাহস আর বিশ্বাসটুকু ধরে রাখো।” উদয়ের এই কথার মধ্যে স্পষ্ট ভরসা এবং জীবনের ওঠানামার মাঝেও একসাথে থাকার প্রতিশ্রুতি। একদিকে একজন অভিনেত্রীর পেশাগত লড়াই, অন্যদিকে একজন স্বামীর নিঃশর্ত সমর্থন, এই গল্প বাস্তবতা আর ভালোবাসার। অনামিকার ভক্তদের কাছে এই পোস্ট যেন নতুন করে আশা জাগিয়ে দিল, হয়তো খুব শিগগিরই ছোটপর্দায় ফিরবেন তাঁদের প্রিয় হিয়া।

Piya Chanda