জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ইন্ডাস্ট্রি আবার কী? একজন মানুষ কখন‌ই ইন্ডাস্ট্রি হতে পারে না!” “ইন্ডাস্ট্রি একজনই ছিলেন, তিনি উত্তম কুমার!”— প্রাক্তন স্বামী প্রসেনজিৎ এর নাম না নিয়েই খোঁটা দিলেন দেবশ্রী রায়!

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে যে কয়েকটি জুটি দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছে, তাদের মধ্যে অন্যতম ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prosenjit Chatterjee) ও ‘দেবশ্রী রায়’ (Debashree Roy) এর জুটি। পর্দায় তাঁদের রসায়ন ছিল যেমন, তেমনি বাস্তব জীবনেও সম্পর্ক লেগেছিল প্রেমের রঙে। ‘দেবীবরণ’ থেকে ‘উনিশে এপ্রিল’, একাধিক ছবিতে একসঙ্গে প্রতিবারই তাঁদের জুটিকে ভালোবেসেছেন দর্শক।

তবে এই রসায়ন শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না। ১৯৯২ সালে একে তাঁরা সাতপাকে বাঁধাও পড়েন। সেই সময়ে তাঁরা ছিলেন ‘টক অব দা টাউন’। কিন্তু বাস্তব জীবন এই রসায়ন তেমন গাঢ় ছিলনা, বিয়ের কয়েক বছরের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মাত্র তিন বছরের দাম্পত্য জীবনের পর একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরপর জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন।

টলিউডে অভিনয়ের জন্য খেতাব পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’র। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার বিয়েও করেছেন তিনি। বর্তমানে তাঁর তৃতীয় স্ত্রী অর্পিতা এবং ছেলে তৃষানজিৎকে নিয়ে সুখী পরিবার তাঁর। অন্যদিকে দেবশ্রী রায় আর কোনোদিনই বিয়ের কথা ভাবেননি। বরং অভিনয় এবং রাজনীতির পথেই নিজের সুখ খুঁজে নিয়েছেন তিনি। বিশেষ করে অন্যকিছু করার চেষ্টায় জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকে ফিরে এসে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।

টালিউড এর অন্দরের খবর, প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কে নিয়ে আবারও একটি ছবি তৈরি করছেন প্রসেনজিৎ। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী খুব একটা কিছু বলতে চাননি। তবে এক সাক্ষাৎকারে দেবশ্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্ডাস্ট্রি কখনই একজন মানুষ হতে পারেন না। তাঁর কথায়, “বাংলা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। কে সহ-অভিনেতা থাকবেন, তা নিয়ে মাথাব্যথা নেই।

আমি একজন অভিনেত্রী হিসেবে শুধু ভালো কাজ করতে চাই।” সবশেষে, দেবশ্রীর সোজা উত্তর “ইন্ডাস্ট্রি একজনই ছিলেন, তিনি উত্তম কুমার।” এই মন্তব্যে যেন রয়েছে প্রাক্তনের প্রতি স্পষ্ট বার্তা, আবার অন্যদিকে বাংলা চলচ্চিত্রের প্রকৃত প্রাণপুরুষের প্রতি শ্রদ্ধা। সম্পর্ক বদলায়, সময় পাল্টায়, কিন্তু নিজেদের জায়গায় দাঁড়িয়ে তাঁরা দু’জনেই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের ছাপ রেখে চলেছেন।

Piya Chanda