জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইউনিভার্সিটিতে নাটকের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রিন্সিপাল স্যার এসে সমস্ত কিছু দেখে রায়ান-পারুলের অনেক প্রশংসা করেন। অন্যদিকে তূর্য মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, আজকের দিনেই রায়ানকে চিরতরে শেষ করে ফেলবে সে। একজন বৃদ্ধ ব্যক্তির ছদ্মবেশে হাজির হয় তূর্য। অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্র সংগীতের মাধ্যমে।
পারুল একা একা সাজতে অসুবিধা হওয়াতে শ্রীতমার কাছে সাহায্য চায়, কিন্তু সে বলে পারুলকে যে শিরীনের কাছ থেকে যেমন সে নন্দিনীর পাঠ ছিনিয়ে নিয়েছে তেমনই তাঁকে নিজের সাজ নিজেকেই সাজতে হবে। রায়ান পরুলকে খুঁজতে এসে দেখে পারুল এখনও তৈরী হয়নি। রায়ানকে সে বলে হাতের মালাটা বেঁধে দিতে। রায়ান পারুলকে সুন্দর করে সাজিয়ে দেয়।

পারুলের চোখে মুখে ভয় দেখে রায়ান বলে, “তোর উপর আমার সমস্ত আশা ভরসা আছে, তুই তো আমার নন্দিনী! আমি জানি তুই আমার কথার দাম রাখবি।” রায়ানের মুখে নিজেকে নিয়ে এতো ভালো কথা শুনে পারুল মনে ভরসা পায়। শিরীন লুকিয়ে লুকিয়ে দুজনকে একসাথে দেখে ফেলে, আর বলে যে আজকে পারুলকে কাঁদতে কাঁদতে মঞ্চ থেকে নামিয়ে ছাড়বে।
আর একদিকে নেড়া গোয়ালে মালতীকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে রুক্মিণী। মালতীকে মনে সাহস যোগায় সে, আর বলে ভবিষ্যতে যেন কোনও দিনও স্বামীর অত্যাচার না সহ্য করে সে। গোপাল প্রস্তাব দেয় যে রবি ঠাকুরের জন্মদিন পালন করলে কেমন হয়। সবাই এই প্রস্তাবে অনেক খুশি হয়। বিকেলে সেখানে অনুষ্ঠান শুরু হতেই, রুক্মিণী মালতীকে মঞ্চে ডাকে গান গাওয়ার জন্য।
মালতী আপত্তি করতে থাকে, কিন্তু রুক্মিণী বলে আজ তাঁকে গলা ছেড়ে গান গাইতে হবে। গ্রামের সব মেয়েদের আওয়াজ হয়ে উঠতে হবে, সমস্ত অশিক্ষার অন্ধকার মুছে দিতে হবে। মালতী সাহস পেয়ে গান গাইতে শুরু করে। ওই দিকে ইউনিভার্সিটিতে পারুল দুর্দান্ত অভিনয় করতে থাকে। দর্শক আসনে বসে থাকা বসু বাড়ির সকলেইn পারুল-রায়ানের প্রশংসা করতে থাকে।
শিরীন এবার শুরু করে দেয় তাঁর নোংরা খেলা। মঞ্চের প্রবেশ পথে বিছিয়ে দেয় ভাঙা কাঁচ, যাতে পারুল একবার মঞ্চ থেকে নামলে পা একদম কেটে ফালাফালা হয়ে যায়। হঠাৎই শিরীন দেখে রায়ান তাঁর পেছনে এসে দাঁড়িয়েছে। শিরিনকে হাতে ঝাঁটা দিয়ে রায়ান বলে সবটা পরিষ্কার করতে, সে আর পারুলের কোনও ক্ষতি হতে দেবে না। অপমানিত হয়ে শিরীন সবটা পরিষ্কার করতে বাধ্য হয়।
আরও পড়ুনঃ গঙ্গোপাধ্যায় বাড়ির স্বাদহীন জীবনে মুক্তির স্বাদ এনে দেবে ‘কুসুম’! গৃহকর্ত্রী ইন্দ্রানীর জন্মদিন উদযাপনে এ কি করে বসলো সে! জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক কুসুম, কবে থেকে?
নাটক শেষ হলে সবাই মঞ্চে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ওঠে। রায়ান সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। ঠিক এমন সময় রায়ানকে মারার জন্য মঞ্চের ঠিক ওপরে ঝুলে থাকা কাঠামো যেটা দড়ি দিয়ে বাঁধা ছিল, সেটাকে কেটে দেয়। এবার কি হতে চলেছে? একদিকে শিরীন আর একদিকে তূর্য, পারুল-রায়ান কি করে বাঁচাবে নিজেদের? আগামীতে কি হতে চলেছে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।