জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় রায়ান একটা চুক্তিপত্র তৈরি করেছে শিরীন আর পারুলের জন্য। দুজনকে দিয়ে সেখানে স্বাক্ষর করায় রায়ান। মনে মনে শিরীন বলে, “একবার এই বন্ধুত্বটা হয়ে যাক, তারপর এটার আড়ালেই আমি তোকে এতো আঘাত দেব।” শিরীন জানায় শুধু পারুলের সাথে বন্ধুত্ব হলেই তো আর হবে না, তাঁদের বন্ধুদের দলেরও এক হতে হবে।
সবার বন্ধুত্ব উদযাপন করতে শিরীন বলে একটা ঢাবাতে যাবে সকলে, পারুল বলে সে যাবে না কারণ এখনও একটা পরীক্ষা বাকি আছে। রায়ান বলে শিরীন এই বন্ধুত্বটাকে এতো গুরুত্ব দিচ্ছে যখন, পারুলেরও উচিত সেটাকে সম্মান জানানো। পরদিন বৌদি আর রাকা পারুলকে সুন্দর করে সাজিয়ে দেয়, রায়ান ডাকতে আসলে পারুল কিছুতেই যেতে চায় না।

পারুল বলে নিশ্চয়ই শিরীনের কোনও কুমতলব আছে, রায়ান কিচ্ছু না শুনে টেনে নিয়ে যায় পারুলকে। সব বন্ধুরা মিলে গাড়িতে করে হই হই করতে করতে যায়। একই গাড়িতে পারুল-রায়ান আর শিরীন যায়। সবাই গাড়ী থেকে নেমে গেলেও পারুল নামতে চায় না, উল্টে সে ভয়ে থাকে যে গাড়ি থেকে নামলেই শিরীন তাঁকে ফেলে দেবে অথবা কোনও ক্ষতি করে দেবে।
রায়ান জোর করে পারুলকে ভেতরে নিয়ে যায়। শিরীন সবার সামনে ঘোষণা করে যে আজ থেকে শুধু পারুল নয়, বরং তাঁর বন্ধুরাও শিরীনের বন্ধু। এরপর তিক্ততা ভুলে সবাই নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। নাচ-গান, আনন্দ করতে থাকে সবাই কিন্তু পারুল ভয়ে থাকে যে শিরীন কোনও ক্ষতি করে দেবে। রায়ান এসে বলে পারুল বলে শিরীনের কত বড় মন যে শুধু পারুলের জন্য এতোকিছু আয়োজন করেছে।
আরও পড়ুনঃ ফুলকির এক ঘুষিতেই ফাঁস হল সব ষড়যন্ত্র! অবশেষে মুখ খুলল লরি চালক! টাকার বিনিময়ে বড় রাজা মশাইয়ের মৃত্যু! রুদ্র-ছোট রানীর গোপন চুক্তি! ফুলকির জীবনে জোড়া শত্রুর ভ্রূকুটি!
শিরীন পারুলকে একটা শরবত খেতে দেয়, কিন্তু আবার পারুলের মনে হতে থাকে যে সেটাই হয়তো বিষ মিশিয়ে দিয়েছে তাঁকে মারবে বলে। ভয় পেয়ে পারুল শিরীনকে জোর করে সেটা খাইয়ে দেয়, পারুলের আচরণ দেখে রায়ান খুব রেগে যায় আর অনেক কথা শোনাতে থাকে কিন্তু শিরীন এসে বাধা দিয়ে বলে পারুল এখন তাঁর বন্ধু তাই তাঁকে যেন রায়ান কিছু না বলে।
পরদিন যথারীতি পরীক্ষা দিতে যায় সবাই ইউনিভার্সিটিতে। পারুলকে ফাঁসাতে শিরীন শ্রীতমার প্রেমিককে দিয়ে পারুল ব্যাগে কিছু টুকলির কাগজ রেখে দেয়। পরীক্ষা শুরু হতেই শ্রীতমা চেঁচিয়ে উঠে স্যারকে অভিযোগ করে পারুল নকল করছে, পারুলের ব্যাগ থেকে সেই কাগজগুলো উদ্ধার করেন তিনি। রায়ান প্রতিবাদ করে পারুলকে কেউ ফাঁসাচ্ছে, পারুল এই কাজ করতেই পারে না। এরপর কি হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।