জি বাংলার ‘ফুলকি’ (Phulki) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় পুলিশ মোহন সিংকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে ছোট রানী নৃসিংহদেবের সামনে দাঁড়িয়ে স্বীকার করে নেন, যে চব্বিশ বছর আগে বড় তরফের একমাত্র সন্তানকে তিনি হত্যা করিয়েছিলেন আর পড়ে বড় তরফকেও তিনি শেষ করে দিয়েছিলেন, কিন্তু হটাৎ করে সেই সন্তান বেঁচে আছে বলছে রুদ্র।
রানী সপথ নেন যে নিজের রাজত্ব বাঁচাতে যদি শত্রুর সঙ্গেও হাত মেলাতে হয়, তবে তাই করবেন তিনি। সেক্রেটারিকে ডেকে তিনি বলেন যে ছোট কুমারকে এই মুহুর্তে অন্য সংশোধনাগারে স্থানান্তরিত করতে, কারণ রাতে সেখানে অগ্নিকাণ্ড ঘটাতে হবে। রাতে আগুন লেগে যায় সংশোধনাগারে, সেই সুযোগে রুদ্রকে সরিয়ে নিয়ে যায় রানীর লোক।

রোহিত ফুলকি বাড়ি ফিরতেই পরদিন লাবণ্য এসে জানায় যে সংশোধনাগারে আগুন লেগেছিল কাল। তাড়াতাড়ি করে তিনজনে সেখানে যেতেই কর্তৃপক্ষ জানান যে সবাই ঠিক আছে কিন্তু এই মুহূর্তে কারও সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। ইন্সপেক্টর স্বাগতা ম্যাডাম সীতারামকে কাঠের চোরা চালানের জন্য গ্রেপ্তার করে।
রাজবাড়িতে ছোট রানী পুজোয় ব্যস্ত, এমন সময় সেক্রেটারি এসে জানান যে রুদ্রকে তারা নিজেদের হেফাজতে রেখেছে, কিন্তু মোহন সিং আর সীতারাম এই দুজনেই এখন পুলিশের হেফাজতে। রানী উদ্বিগ্ন হয়ে পড়েন, অতীত বেরিয়ে আসার ভয়ে। ফুলকিকে ফোন করে ম্যাডাম সীতারামের গ্রেপ্তারের খবরটা দেন।
ম্যাডাম বলেন, আগের রাতে পাঁচ লরি কাঠ পাওয়া গেছে যেটা চোরা পথে চালান হচ্ছিলো। ফুলকি রোহিতকে বলে এবার রাজমহলের রহস্য থেকে পর্দা উঠবে, বড়মা নিজের সবকিছু ফিরে পাবে। রোহিত বলে হয়তো সীতারামের চোরাই ব্যবসার কথা বড় রাজা জানতে পেরেছিলেন সেই জন্যই তাকে হত্যা করেছে। কিন্তু ফুলকি বলে একজন সামান্য ব্যবসায় কখনোই রাজাকে হত্যা করতে পারে না।
আরও পড়ুনঃ বন্ধুত্বের ছদ্মবেশে শিরীনের চক্রান্ত! শিরীনের ফাঁদে জর্জরিত পারুল! পরীক্ষায় নকল কাণ্ডে ফাঁসলো পারুল! রায়ান কি পারুলকে বিশ্বাস করবে? কি করে বাঁচবে পারুল এই বিষাক্ত বন্ধুত্ব থেকে? পরিণীতা’র আজকে টানটান পর্ব!
নিশ্চই এর পেছনে অন্য কারোর যোগ আছে। অন্যদিকে আদিত্য-ধানুর সম্পর্কের আরও অবনতি হতে থাকে। ফুলকিরা অষ্টমঙ্গলার জন্য নিমন্ত্রণ করতে যাবে বলে ফোন করে ধানুকে। কাঁদতে কাঁদতে ধানু জানায় কোনোভাবেই এই অনুষ্ঠানটা করতে পারবে না সে, ফুলকি আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। এরপর কি হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।