জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেয়ের জন্ম দিল রাই! তবে সন্তানের জন্ম দিতে গিয়ে কি প্রাণ হারালো সে? চিকিৎসকের কথায় ধোঁয়াশা! কান্নায় ভেঙে পড়ল অনির্বাণ! এই ভাবেই কি তবে শেষ হবে মিঠিঝোরা?

জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক একের পর এক নতুন মোড়ে যেন ইঙ্গিত করছে ক্লাইম্যাক্সের দিকে। বেশ কিছুদিন হলো শুরু হয়েছে রাইয়ের (Aratrika Maity) মাতৃত্ব ট্র্যাক, আর তাতেই যেন উত্তেজনা তুঙ্গে উঠেছে। সাধভক্ষণ দিয়ে শুরু গল্প বাঁক নেয় এক দুঃস্বপ্নের দিকে। রাইয়ের হঠাৎ শরীর খারাপ হওয়া, চোখে অন্ধকার দেখা, এই সব মিলিয়ে উদ্বেগের শেষ নেই, এবার সামনে এল ভয়ানক পরিণতি।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে (New Promo) দেখা যাচ্ছে, রাইকে জটিল অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপারেশন থিয়েটারের দরজার বাইরে অনির্বাণ দাঁড়িয়ে, তার চোখে একরাশ দুশ্চিন্তা। সে ভেতরের আওয়াজ শুনে কান খাড়া করে জানার চেষ্টা করছে যে রাই কেমন আছে। তখনই রাইয়ের মা তাকে শান্ত করে বলেন, “মা হতে গেলে অনেক কষ্টই সহ্য করতে হয়।”

Mithijhora, Aratrika Maity, Suman Dey, Mainak Banerjee, Debadrita Basu, Rai-Anirban, Neelu, Rai's Motherhood, Rai's Baby Shower, New Promo, New Episode, Episode Preview, New Twist, Zee Bangla, মিঠিঝোরা, আরাত্রিকা মাইতি, সুমন দে, মৈনাক বন্দ্যোপাধ্যায়, দেবাদৃতা বসু, রাই-অনির্বাণ, নীলু, জি বাংলা, রাইয়ের সাধ ভক্ষণ, নতুন প্রোমো, নতুন পর্ব

কিন্তু অনির্বাণ যেন নিজেকেই অপরাধী মনে করছে, বারবার বলছে—”রাই অনেক কষ্ট পাচ্ছে”। এরপর দেখা যায়, অপারেশন শেষ করে বেরিয়ে আসেন ডাক্তার। অনির্বাণ অধীর আগ্রহে জানতে চায় সব ঠিক আছে তো? ডাক্তার জানায়, “আপনার মেয়ে হয়েছে”—এই কথা শুনে অনির্বাণের মুখে যেন একটু আলো দেখা যায়, কিন্তু পরক্ষণেই রাইয়ের কথা বলতে গিয়ে থেমে যায় ডাক্তার।

আর তাতেই যেন সবকিছু থমকে যায় মুহূর্তেই। এরপর দেখা যায়, অনির্বাণ কান্নায় ভেঙে পড়েছে। রাই কি বেঁচে আছে? নাকি তাকে প্রাণ হারাতে হলো মা হবার দৌড়ে? এই পরিস্থিতি দেখে দর্শকদের মনে একটাই প্রশ্ন—এই কি ছিল রাইয়ের সিদ্ধান্তের পরিণতি? প্রিয়জনদের কথা না শুনে, নিজের ইচ্ছেতেই কি আজ নিজের জীবনকে বিপদের মুখে ফেললো সে?

আবার কেউ কেউ বলছেন, এটাই একজন মায়ের শক্তি, যে সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতেও পারেন। সব মিলিয়ে এখন দর্শক মনে উত্তেজনা তুঙ্গে, যদিও রাইয়ের কি হয়েছে সেটা জানা যায়নি। তবে জানতে হলে চোখ রাখতেই হবে ‘মিঠিঝোরা’তে ‘তোলপাড় তিনি দিন’, অর্থাৎ ২১-২৩ মে, ঠিক রাত ১০:১৫ তে জি বাংলার পর্দায়।

Piya Chanda