জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উত্তাল সঙ্গীত দুনিয়া! নারী নির্যাতন এবং ধ’র্ষ’ণের মামলায় গ্রেপ্তার বাংলার গায়ক! সঙ্গীতশিল্পী নোবেলকে নিয়ে কী বলছে নেটবাসী?

সঙ্গীত বা গান, যা কিনা মনে আরাম দেয় কখনো আবার তা মনের ব্যথা নিরাময়তেও সাহায্য করে। আর সেই সঙ্গীতের সৃষ্টিকর্তাদের শ্রোতারা যথেষ্ট সম্মানীয় স্থানে রাখতেই পছন্দ করেন। তবে, দিনে দিনে যত যুগ বদলাচ্ছে বিনোদন জগতের এমন অনেক গায়ক কিংবা অভিনেতারা রয়েছেন, যাঁরা দর্শকদের কাছে তাঁরা মান হারাচ্ছেন নিজের কারণেই।

সম্প্রতি, শোনা যাচ্ছে বাংলার সঙ্গীত জগতে উঠেছে আবার নিন্দার ঝড়। এক সময়ের জি বাংলার সারেগামাপা এর জনপ্রিয় প্রতিযোগী নোবেল নাম করেছিল দুই দেশ জুড়ে। কিন্তু, এখন সেই গায়কই শ্রোতাদের কাছে হয়ে উঠেছে নিন্দার পাত্র।

বাংলাদেশের জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল আবারও বিতর্কে জড়িয়েছেন। তবে, এইবার আগেরবারের থেকেও আরও তীব্রভাবে গায়কের দিকে অভিযোগের আঙুল উঠেছে। শোনা যাচ্ছে, নোবেল এক কলেজ ছাত্রীকে দীর্ঘ সাত মাস বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ এবং যৌন হেনস্থা করেছেন।

প্রসঙ্গত, একসময় এই গায়ক মাদকাসক্ত হয়ে পড়ায় নেশা মুক্তি কেন্দ্র থেকে ঘুরে এসেছেন তিনি। এছাড়াও, বিয়ে প্রতারণা কিংবা দর্শকদের সঙ্গে অভব্য আচরণের জন্য সমালোচনায় বারে বারে আসতে দেখা গিয়েছে নোবেলকে। কিন্তু, এইবারে তিনি যা কান্ড ঘটিয়েছেন তা আগের ঘটা ঘটনা থেকে সবকিছুকে ছাপিয়ে গেছে।

বর্তমান এই ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক মাস আগে কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় নোবেল। এরপর, তাঁকে বাড়িতে ডেকে আটকে রাখে এবং শুরু হয় নির্যাতন। এমনকি সমস্ত ছবি ও ভিডিও ফোনে রেকর্ড করে রেখে অনবরত সেই ছাত্রীকে ভয় দেখাতে থাকে বলেই অভিযোগ। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, সবকিছু নিয়েই দর্শক মহলে একেবারেই প্রশংসিত নন এই গায়ক। এখন গায়ক আপাতত রয়েছে পুলিশি হেফাজতে। এক কথায় বলা যেতে পারে, এই গায়কের জন্য কালিমালিপ্ত হচ্ছে আজকের বিনোদন জগত।

Piya Chanda

                 

You cannot copy content of this page