হঠাৎ করে জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা আমাদের ভিতরটা কাঁপিয়ে দেয়। চারপাশের পৃথিবী তখন থমকে দাঁড়ায়। নিজের পরিবারের কেউ যখন বিপদে পড়ে, তখন আমরা বুঝে উঠতেই পারি না ঠিক কী করব, কোথা থেকে শুরু করব। এমন কঠিন সময়েই মানুষের আসল বিশ্বাস আর মনের জোরের পরীক্ষা হয়।
জীবনের কঠিন মুহূর্তে কেউ ভেঙে পড়ে, কেউ আবার ঈশ্বরের উপর ভরসা রেখে এগিয়ে চলে। আজকের এই প্রতিযোগিতামূলক জীবনে, অনেকেই ঈশ্বরকে ভুলে গেলেও, কিছু মানুষ এখনও বিশ্বাস করেন এক অদৃশ্য শক্তিতে। এমনই একজন জনপ্রিয় অভিনেতা সুমন দে, যিনি সম্প্রতি নিজের জীবনের এক কঠিন বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।
জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের অনির্বাণ চরিত্রে অভিনয় করছেন সুমন। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা জানান, একসময় মা-বাবাকে নিয়ে তারাপীঠ যাচ্ছিলেন তিনি। সেই সময় শিয়ালদা স্টেশনে আচমকাই স্ট্রোক হয় তাঁর বাবার। তিনি জানান, স্ট্রোকের উপসর্গ তিনি চেনেন না, তাই প্রথমে বুঝতেই পারেননি কী হয়েছে। মাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন দুজনে। বুঝতে পারছিলেন না আদৌ বাবাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কি না।
সেই ভয়াবহ অবস্থার মধ্যেও সুমন হার মানেননি। তারাপীঠ পৌঁছে দ্রুত ওষুধ জোগাড় করেন এবং মা তারাকে প্রার্থনা করে বলেন, যেন বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন। সুমন বলেন, সেই মুহূর্তে তিনি কেবল বিশ্বাস করেছিলেন একমাত্র ঈশ্বরই তাঁর বাবাকে রক্ষা করতে পারেন। সেই বিশ্বাস থেকেই শক্তি পান তিনি।
আরও পড়ুনঃ উত্তাল সঙ্গীত দুনিয়া! নারী নির্যাতন এবং ধ’র্ষ’ণের মামলায় গ্রেপ্তার বাংলার গায়ক! সঙ্গীতশিল্পী নোবেলকে নিয়ে কী বলছে নেটবাসী?
অবশেষে মায়ের আশীর্বাদে এবং সুমনের নিরন্তর চেষ্টায়, বাবার অবস্থার উন্নতি হয় এবং তাঁকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হন। আজ বাবা অনেকটাই ভালো আছেন বলে জানান সুমন। এই ঘটনার পর তিনি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শিখেছেন, ঈশ্বর সবসময় পাশে থাকেন—শুধু আমাদের বিশ্বাস রাখতে হয়। তাঁর কথায়, “সব কিছুই হয় ভালোর জন্য, আমরা তখন বুঝতে না পারলেও ভবিষ্যৎই তার উত্তর দেয়।”