জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হয় চাকর নয় কমেডিয়ান এই দুই চরিত্রই বরাদ্দ ছিল তার জন্য! সিনেমার রাজনীতি নিয়ে অকপট শুভাশিস চ্যাটার্জী!

বিনোদন জগতের অভিনয়ের মাঠে যেমন নায়ক নায়িকাদের রমরমা রয়েছে, তেমনই নামজাদা অভিনেতাদেরও কদর কোনো অংশে কম নেই এই মাঠে। তবে, আজকের দিনে সেই ধরনের জাত অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রিতে হাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শুভাশিস চ্যাটার্জী।

এক সময়ে এই অভিনেতা এক চেটিয়া বাংলা সিনেমাতে কমেডি চরিত্রের পাঠ করে দর্শকদের মন জিতে এসেছেন। তবে, ইদানীংকালে নতুন মুখেদের ভীড়ে এই অভিনেতাকে পর্দায় সেই অর্থে দেখা যায় না। কিন্তু, শেষ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এই অভিনেতার নাম বেশ চর্চায় রয়েছে।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই ওটিটি জগতে মুক্তি পেয়েছে জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ। আর, এই সিরিজেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস। সম্প্রতি, কিছুটা এই কারণেই অভিনেতাকে এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডা দিতে দেখা গেল।

ইন্টারভিউতে নিজের ছোটবেলা থেকে শুরু করে অভিনয় জগতে আসা, ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই অকপটভাবে আলোচনা করতে দেখা গেল শুভাশিস চ্যাটার্জীকে। সাক্ষাৎকারের শুরুতেই অভিনেতা জানান, উত্তর কলকাতার দর্জিপাড়ায় তাঁর বাড়ি। তাই, তাঁর পাড়াকে আষ্টেপৃষ্ঠে রয়েছে বেশ কতকগুলি সিনেমা হল, থিয়েটার। আর, ছোটবেলা থেকে এই সিনেমা-থিয়েটার দেখেই বড়ো হওয়া বলে তাঁর অভিনয়ের প্রতি ন্যাক জন্মায়। এমনকি, পরবর্তীতে এই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেয় শুভাশিস।

কিছুদিন আগে অভিনেতার অভিনীত হিন্দি সিরিজ ‘খাকি’র এক বিশেষ দৃশ্য নিয়ে অভিনেতাকে প্রশ্ন করায় তিনি বললেন, বহু বছর ধরে তিনি যেহেতু প্রসেনজিতের সঙ্গে কাজ করে আসছেন সেহেতু চড় মারার দৃশ্য করতে তাঁর সঙ্গে খুব একটা অসুবিধা হয়নি। দীর্ঘ বছর ধরে কাজ করার পর এই প্রথম তাকে হিন্দি ভাষায় কাজ করতে দেখা গেলে শুভাশিস বলেন, এর আগেও তাঁর অনিল কাপুরের সঙ্গে কাজ করার কথা হয়েছিল কিন্তু, শুটিং স্পটে গিয়ে দেখেন দর্শকদের ভিড় এতটাই যে শুটিং করা যাবে না তাই আর সেখানে শুটিং হয়ে ওঠেনি। পরে, সেই সিনেমার শুটিংয়ের জন্যই অভিনেতাকে ডাকা হলেও অন্যান্য কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় কাজ করা হয়ে ওঠেনি।

কথায় কথায় অভিনেতা জানান, তিনি অভিনয় ছাড়াও ফুটবল খেলাতেও বেশ পারদর্শী ছিলেন। খেলার মাঠ থেকে অভিনয়ের মাঠ এই যাত্রাটা যখন ফিরে দেখেন সেই সময়ে কেমন লাগে? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বলেন তাঁকে কেউ জোর করেনি তাই যতটুকু যা ইন্ডাস্ট্রি থেকে পেয়েছে তা নিয়ে কোনো ক্ষোভ নেই। এরপর অভিনয় জগতের বাধা-প্রতিকূলতা সম্পর্কিত প্রসঙ্গ উঠতেই অভিনেতা বলেন এতদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই অর্থে কাজ পেতে তাকে কোনো বাধা পেতে হয়নি।

এমনকি আজকে তিনি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিটা সহকর্মী থেকে শুরু করে টেকনিশিয়ান এমন কি সাংবাদিক বন্ধুদেরও যথেষ্ট অবদান রয়েছে। শুভাশিসকে অভিনয়ের শিক্ষা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, অভিনয় তাঁর পুরোপুরিভাবেই নাট্য জগত থেকে শেখা।

প্রসঙ্গত, সিনেমা জগতের সব থেকে বেশি অভিনেতা পরিচালক স্বপন সাহার সঙ্গে কাজ করেছেন। প্রায়, পরিচালক স্বপন সাহার ৫৫টা ছবিতে কাজ করা নিয়ে তিনি বললেন প্রথমদিকে কতটা ভালো কাজ না করে কোন সিনেমাতে সেই অর্থে সুযোগ পায় না কিন্তু পরবর্তীতে বহু সিনেমাতে কাজ করেন শুভাশিস। তবে, দীর্ঘদিন ধরে কমেডির চরিত্রে কাজ করেছেন বলে মনে কোনো খারাপ লাগা নেই, তা অভিনেতার কথার মাধ্যমে বোঝা যায়। অভিনয় জগতে আজকালকার নতুন প্রজন্মকে নিয়ে অভিনেতা বলেন, এখনকারদিনে সবাই সব জানে, কেউ কোনো পরামর্শ নিতে চায় না।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page