জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলার দর্শকের ডাকে সাড়া! ‘তোমাদের রানী’ থেকে ‘পকেট মে আসমান’, এবার আবার বাংলার মাটিতে ফিরছে রানী! অভিকার হিন্দি সফর শেষ, এবার বাংলায় নতুন ইনিংস শুরু! কোন ধারাবাহিকে আসতে চলেছেন তিনি?

একসময় স্টার জলসার পর্দা কাঁপানো জনপ্রিয় মুখ ছিলেন ‘তোমাদের রানী’ (Tomader Rani) ধারাবাহিকের রানী চরিত্রের অভিনেত্রী ‘অভিকা মালাকার’ (Abhika Malakar) । এই ধারাবাহিকটিই ছিল তাঁর প্রথম, এবং প্রথমবার অভিনয় করেই নিজের অভিনয়গুণে দর্শকের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। দুর্জয়-রানী জুটিকে ঘিরে গড়ে উঠেছিল এক আলাদা জনপ্রিয়তা, যা টিআরপি তালিকাতেও সেই সময়ে প্রতিফলিত হয়েছিল। নতুন মুখ হওয়া সত্ত্বেও অভিকা নিজেকে প্রমাণ করেছিলেন দক্ষ অভিনেত্রী হিসেবে।

এই ধারাবাহিকের বিপুল সাফল্যের পর অভিকার কেরিয়ারে এক নতুন মোড় আসে। বাংলা টেলিভিশন থেকে সরাসরি হিন্দি বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। স্টার প্লাসে সম্প্রচারিত ‘তোমাদের রানী’-র হিন্দি রিমেকে আবারও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিকাকে। বাংলা ধারাবাহিকে রানী থেকে হিন্দির রানী হিসেবে আরও জনপ্রিয়তা পান তিনি। তার সাবলীল অভিনয় ও শক্তিশালী উপস্থিতি হিন্দি ইন্ডাস্ট্রিতেও দাগ কেটেছে।

সম্প্রতি শেষ হয়েছে হিন্দি ধারাবাহিকটি। তবে এখন শোনা যাচ্ছে, মুম্বইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে আবারও নিজের ঘরে ফিরে আসতে চলেছেন অভিকা। শেষ দিন পর্যন্ত ‘তোমাদের রানী’-র হিন্দি সংস্করণ জনপ্রিয়তার শীর্ষে ছিল। এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই দর্শকদের একটাই চাওয়া, আবার যেন অভিকাকে দেখা যায় বাংলার পর্দায়। অভিকা যেন আবার বাংলায় ফিরে আসেন, এই দাবি উঠছে সমাজ মাধ্যমে বারবার।

বর্তমানে যদিও এই নিয়ে অভিনেত্রী নিজে কোনও মন্তব্য করেননি। কিন্তু টলি ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর গুঞ্জন, খুব শীঘ্রই নাকি অভিকা বাংলার ছোট পর্দায় ফিরবেন নতুন চরিত্রে, নতুন চমক নিয়ে! অনেকেই বলছেন, মুম্বইয়ে কাজ করেও যে বাংলার টান ভোলা যায় না। আবার কেউ কেউ বলছেন, আগে বাংলায় কাজ করে ভিত শক্ত করে নেওয়াটা জরুরি। তবে অভিকার সম্ভাব্য কামব্যাক কবে হবে, সেটা এখনো অনিশ্চিত।

বাংলা ধারাবাহিকের দর্শকের কাছে অভিকা আজও ‘রানী’ নামেই পরিচিত। তাঁকে নিয়ে আজও যেভাবে আলোচনা হয়, তা স্পষ্ট করে দেয় যে একটি চরিত্র কীভাবে একজন অভিনেত্রীর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি সত্যি তিনি কামব্যাক করেন, তবে আবারও ছোট পর্দা পাবে এক শক্তিশালী অভিনেত্রীকে, এমনটাই আশায় বুক বেঁধেছেন অনুরাগীরা। আপনারাও কি চান অভিক ফিরে আসুক?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page