জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“যা হয়েছে, ভাগ্যেই লেখা ছিল, যতটুকু পাওয়ার ততটুকুই পেয়েছি বেশি আকাঙ্ক্ষা করি না! কোন‌ও আফসোস নেই! একের পর এক কাজকে না বলেও আফসোসহীন কোয়েল

বাংলা চলচ্চিত্র জগতে ‘ঘরের মেয়ে’ বলতেই যাঁর নাম উঠে আসে, তিনি কোয়েল মল্লিক (Koel Mallick)। দশকের পর দশক টলিউডে তাঁর অবাধ বিচরণ। একাধিক হিট ছবি, নায়িকা হিসেবে দর্শকের ভালোবাসা এবং ব্যক্তিত্ব—সব মিলিয়ে তিনি আজও এক স্বতন্ত্র নাম। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘সোনার কেল্লা যকের ধন’ ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। তবে ঠিক কী বললেন অভিনেত্রী, যখন তাঁকে জিজ্ঞেস করা হল তাঁর অভিনয় জীবন নিয়ে কোনও আফসোস আছে কি না?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোয়েলকে প্রশ্ন করা হয়েছিল, “কোনও চরিত্র বা সিনেমা যা করতে না পারায় আফসোস থেকে গিয়েছে?” কারণ দীর্ঘ কেরিয়ারে তিনি বহু সিনেমা করেছেন, আবার অনেক সিনেমাই হাতছাড়া করেছেন। দর্শকমহলে এমন গুঞ্জনও ছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমায় তাঁকে প্রস্তাব দেওয়া হলেও শেষপর্যন্ত সেগুলি আর করেননি কোয়েল। সেই জল্পনার মধ্যেই তাঁর উত্তর সকলকে চমকে দিয়েছে।

এই প্রশ্নের উত্তরে একদম স্পষ্ট ভাষায় কোয়েল বলেন, “আমার কাছে অনেক অফার এসেছিল, কিন্তু আমি সবসময় বেছে কাজ করেছি। আমি মনে করি, জীবনে যা ঘটার ছিল সেটাই হয়েছে। তাই কোনও কিছুর জন্যই আমার কোনও আফসোস নেই।” অভিনেত্রীর মতে, সিনেমা তিনি করেছেন মন থেকে, এবং প্রত্যেকটি চরিত্র বেছে নিয়েছেন সম্পূর্ণ নিজের পছন্দে। তিনি চান, তাঁর কাজ যেন তাঁকে আলাদা করে চিহ্নিত করে।

কোয়েল আরও জানান, জীবনে এমন বহু সিনেমা এসেছিল যেগুলো তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ সেই চরিত্রগুলো তাঁর মন ছুঁয়ে যায়নি। তাঁর বক্তব্য, “যে চরিত্র আমার মনে দাগ কাটে, আমি শুধু সেটাই করি। কারণ আমি বিশ্বাস করি, অভিনয় মানেই নিজেকে সেই চরিত্রে একেবারে ভাসিয়ে দেওয়া।” কোয়েলের এই স্পষ্টবাদী মনোভাব অনেকের কাছেই অনুপ্রেরণা।

এই সহজ অথচ আত্মবিশ্বাসী বক্তব্য যেন আরও একবার প্রমাণ করে দিল, কোয়েল মল্লিক শুধু নায়িকা নন, একজন পরিপূর্ণ অভিনেত্রী যিনি নিজেকে বুঝে, নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলেছেন। জীবন আর কেরিয়ার নিয়ে কোনও আক্ষেপ নয়, বরং গর্ব—এটাই তাঁর ইউএসপি। এমন খোলামেলা কথায় মুগ্ধ তাঁর অনুরাগীরাও। সিনেমা বাছাই হোক বা জীবনদর্শন, কোয়েল যেন আবারও বুঝিয়ে দিলেন কেন তিনি টলিউডের কুইন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page