জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

” মা’কে আই লাভ ইউ বলতে হয় না, নাড়ির টানই আসল”, “বড়দের প্রণাম করতে নেই, সম্মান করাটাই আসল”— পরিবারিক সম্পর্ক নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য! অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া!

টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood), বহু চরিত্রে তিনি মুগ্ধ করেছেন দর্শককে। কিন্তু বাস্তব জীবনের ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee) যেন একেবারেই আলাদা। প্রযুক্তির ঝলমলে দুনিয়ায়, যেখানে ফোনই হয়ে উঠেছে জীবনের অংশ, সেখানেই শাশ্বতের সহজ-সরল জীবনযাপন আলাদা করে চিনিয়ে দেয় তাঁকে। তিনি ফোন ব্যবহার করেন শুধুমাত্র দরকারে, নিজের নম্বরও সীমিত কিছু মানুষকে দেন। তাঁর মতে, ফোন মনের সঙ্গে দূরত্ব বাড়ায়, আর অভিনেতা হিসেবে একাগ্রতা হারালে কাজের মজা চলে যায়।

কাজের প্রতি তাঁর নিষ্ঠা, এবং শর্তহীন ভালবাসা প্রকাশ পায় তাঁর নানা কথার মধ্য দিয়ে। সামাজিক মাধ্যমের ফলোয়ার্স দেখে কাস্টিংয়ের প্রবণতাকে সরাসরি বিজ্ঞানবিরোধী বলে সম্প্রতি আলোচনায় এসেছিলেন তিনি। তাঁর মতে, শুধুমাত্র ঠোঁট মেলানো ভিডিও করে কেউ ভাল অভিনেতা হতে পারে না। অভিনয় মানে হচ্ছে অনুভব, নিজের মধ্যে চরিত্রকে ধারণ করা। তাই তিনি সবসময় এমন কাজই বেছে নেন যেটা তাঁকে আনন্দ দেয়।

শুধু বড় পর্দা নয়, ছোটপর্দাতেও বহু বছর ধরেই তাঁর দাপট বজায়। তবে অভিনেতার কাছে সবথেকে বড় গুণ হলো নিজের কাজের প্রতি ভালোবাসা ও সততা। তিনি বিশ্বাস করেন, কাজটা পারিশ্রমিকের জন্য নয়, ভালোবেসে করতে হয়। তাঁর মেয়েও এবার অভিনয়ে পা রাখতে চলেছে, বাবা হিসেবে কোনও সুপারিশ না করে তিনি বলেছেন,“তুই ভালোবাসবি তো তোর কাজ কথা বলবে।” এটাই যেন তাঁর জীবনের দর্শন।

তবে অভিনেতা শ্বাশতর বাইরেও একজন পারিবারিক মানুষ বাস করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, “সব সময় কাছের মানুষদের, যেমন মাকে কি ভালবাসার কথা বলা উচিত?” শাশ্বত এক গভীর কথায় মন ছুঁয়ে যায় সকলের। তিনি বলেন,“সব সময় আই লাভ ইউ বলা দরকার নেই। নাড়ির টান বলে একটা জিনিস আছে, যেটা সব কিছু বুঝিয়ে দেয়। এমনকি বড়দের প্রণামও সব সময় করতে হয় না।”

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সত্যজিৎ রায়ের আগন্তুক ছবির একটি দৃশ্য, যেখানে দাদু নাতিকে চকলেট দেন, আর তার বাবা বলে ‘থ্যাংক ইউ’ বল। কিন্তু দাদু বলেন— “ধন্যবাদ নয়, ওর মুখের হাসিটাই আমার পাওনা।” এই উত্তরের মধ্যেই যেন লুকিয়ে থাকে শাশ্বতের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। যেখানে মনের সংযোগই আসল, বাহ্যিক প্রকাশ নয়। বলিউড হোক বা বাস্তব জীবন, শাশ্বত চট্টোপাধ্যায় যেন সব জায়গাতেই এক অন্যরকম সৌন্দর্যের নাম।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page