জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের ভাঙনের মুখে অনির্বাণ-রাইয়ের দাম্পত্য! শাশুড়ির নির্দেশে রাইয়ের বাচ্চার নতুন মা সিমি! ‘এবার রেহাই দিন’, ‘শুরু থেকে শেষ রাইয়ের কষ্ট দেখে চোখ পচে গেল’ নতুন প্রোমো দেখে ট্রোলের ঝড় নেটপাড়ায়!

জীবনের গল্পের মতোই এগিয়ে চলেছে ‘জি বাংলা’র জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। সম্পর্কের টানাপোড়েন, ভালবাসা, ভুল বোঝাবুঝি—এই সমস্ত কিছুর কাঁটাতারে ঘেরা এই সিরিয়ালের প্রতিটি পর্বই দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। অনির্বাণ আর রাইয়ের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ঘাত-প্রতিঘাত দেখতে দেখতে অনেকেই তাঁদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে এবার যা দেখানো হল নতুন প্রোমোতে, তাতে দর্শকদের মনে তৈরি হয়েছে উদ্বেগ—আবার কি ভেঙে যাবে অনির্বাণ-রাইয়ের সংসার?

সম্প্রতি দেখানো হয়েছে, অনির্বাণের পুরনো বান্ধবী সিমি অর্থাৎ সিমরান হঠাৎ করেই এসে উঠেছে অনির্বাণদের বাড়িতে। সেখান থেকেই শুরু হয় অশান্তি। রাই যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক, স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনের ভিতরে জায়গা করে নিচ্ছে সন্দেহ আর হতাশা। এর মাঝেই নতুন প্রোমোতে দেখা গেল আরও চাঞ্চল্যকর মুহূর্ত।

প্রোমোতে দেখা গিয়েছে, রাই তার সন্তানের উপর চিৎকার করছে। সেই দৃশ্য দেখে অনির্বাণ প্রশ্ন তোলে—“একটা ছোট বাচ্চাকে তুমি এইভাবে বকছো কেন?” তখনই সিমি এসে বলে, “ও ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে।” সেই মুহূর্তেই অনির্বাণের মা এসে বলেন, “তুমি এরপর থেকে এই বাচ্চার দায়িত্ব নেবে সিমি।” মা নিজেই যেন রাইয়ের উপর থেকে দায়িত্ব সরিয়ে তুলে দিলেন সিমির হাতে।

কিন্তু নতুন প্রোমো রিলিজের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে প্রবল ট্রোলিং। অনেকেই বলতে শুরু করেছেন—“আবার? অনির্বাণ-রাই কি প্রতিবারের মতো ঝগড়া করে আলাদা হবে?” আবার অনেকে বলছেন —“এটা কি ধারাবাহিক না রিলেশনশিপ ব্রেকআপ সিরিজ?” আসলে সম্পর্কের কোনও স্থায়িত্ব নেই, গল্পের কোনও লজিক নেই, এখান থেকেই দর্শক বিরক্তি প্রকাশ করছে।

দর্শকদের মধ্যে অনেকেই বলছেন —“অনির্বাণের মা এখন যদি সিমিকে বউ করে ঘরে তোলে, অবাক হব না!” সারাংশ একটাই—এখন মিঠিঝোরা ধারাবাহিকটির গল্প দেখার থেকে ট্রোল করে হাসাটা অনেক বেশি বিনোদনের উৎস হয়ে উঠেছে দর্শকদের কাছে।

Piya Chanda