জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“১৩ বছরের সম্পর্কের ইতি!”— শূন্যতা আর কান্নায় ডুবলেন রূপসা চট্টোপাধ্যায়! জীবনের সবচেয়ে আপন সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী! মন খারাপের পোস্টে চোখ ভিজল সবার!

নিত্যদিনের ব্যস্ততার মাঝেও নিজের ঘরোয়া মুহূর্তগুলি ভাগ করে নিতে ভোলেন না অভিনেত্রী ‘রূপসা চট্টোপাধ্যায়’ (Rupsha Chatterjee)। কখনও ছেলেকে নিয়ে খেলায় মেতে ওঠা, কখনও স্বামী সায়নদীপ সরকারের (Shayandeep Sarkar) সঙ্গে কাটানো ছোট্ট রোম্যান্টিক সময়, সমাজ মাধ্যমেই ফ্রেমবন্দি করে রাখেন সব। ইতিমধ্যেই সন্তান মানুষ করার ব্যস্ততা পেরিয়ে ফের ক্যামেরার সামনে ফিরেছেন রূপসা, কাজ করছেন নতুন সিরিজে। জীবনের ছন্দে যেন ফের নতুন তাল তুলেছে। ঠিক তখনই জীবনের পাতা থেকে ছিঁড়ে গেল এক মূল্যবান অধ্যায়!

এদিন সমাজ মাধ্যমে হঠাৎ এক আবেগময় পোস্ট করে মন খারাপের বার্তা দিলেন রূপসা। ক্যাপশন পড়ে চোখ ভিজেছে নেটপাড়ার, অনেকেই সমবেদনা জানিয়েছেন। ক্যামেরার আলো-ছায়া, পেশাদারিত্ব আর কাজের ব্যস্ততার আড়ালে চাপা পড়ে থাকা ব্যক্তিগত কষ্টটা যেন হঠাৎ ফেটে বেরোল এক ঝলকে। কী এমন ঘটল যে এইভাবে ভেঙে পড়লেন তিনি? কে ছিল সেই সঙ্গী, যার বিদায়ে জল রূপসার চোখ থেকে?

রূপসার জীবনের এক দীর্ঘ সময় ধরে যার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য, সেই একান্ত ঘনিষ্ঠ বন্ধন ছিন্ন হল আচমকাই। ছোট্ট ছেলের হাসির মাঝে, স্বামীর সাহচর্যে থেকেও আজ যেন কোথাও শূন্যতা জমে রয়েছে তাঁর মনে। ১৩ বছরের পুরনো সঙ্গী, বাড়ির আদরের পোষ্যটিকেই চিরকালের জন্য হারালেন রূপসা। যার চোখে চোখ রেখে সকাল শুরু করতেন, দিনের শেষে ঘুমোতেন যার পাশে, সেই নির্জীব অথচ প্রাণভরা সঙ্গীই চলে গেল না ফেরার দেশে।

ক্যাপশনে আবেগ উজাড় করে অভিনেত্রী লিখলেন, “আমার জীবনের সেরা ১৩ বছর তোর সঙ্গে কাটালাম। আমরা কৃতজ্ঞ, আজ স্মৃতির পাহাড়ে রেখে চলে গেলি তুই। সারা জীবন তোকে আমার মনে রাখব। কেউ কোনও দিনও তোর জায়গা নিতে পারবে না।” এরই সঙ্গে পোষ্যটির কয়েকটি ছবিও শেয়ার করেছেন সেই পোস্টে।

রূপসার এই পোস্ট দেখে টলিপাড়ার বহু সহকর্মী এবং অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “যারা পোষ্য রাখেন, তারাই জানেন এরা শুধুমাত্র প্রাণী নয়, পরিবারের সদস্য।” অনেকে আবার রূপসার এই ব্যথা নিজেদের সঙ্গে মিলিয়ে আবেগঘন প্রতিক্রিয়াও জানিয়েছেন। কাজের ফাঁকে যে আবেগের জায়গাগুলি থেকে যায়, তারই নিঃশব্দ আর্তনাদ যেন এই পোস্ট।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page