জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রজাপতি ২’ ঘিরে চূড়ান্ত ধোঁয়াশা! জ্যোতির্ময়ীর পাশাপাশি কে হবেন দেবের দ্বিতীয় নায়িকা? ইধিকা না সৌমিতৃষা, কাকে দেখা যেতে চলেছে দেবের নতুন সিনেমায়?

টলিউডে এখন গুঞ্জনের ঝড়। একদিকে দেবের জন্মদিন, অন্যদিকে আসন্ন ‘প্রজাপতি ২’— এই দুই মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতি বছর জন্মদিনের কাছাকাছি সময়ে মুক্তি পায় সুপারস্টার দেবের নতুন ছবি। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ডিসেম্বরের শেষেই আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’। আর সেই ছবিকে ঘিরেই চলছে নানা জল্পনা। কারণ, প্রথমবারের জন্য দেবের জীবনে একসঙ্গে জোড়া নায়িকা? এমন সম্ভাবনার ইঙ্গিতেই রীতিমতো উত্তেজিত টলিপাড়া।

দেবের বিপরীতে এই ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। তবে একা নন, ছবিতে দেবের জীবনে নাকি থাকবেন আরও এক নায়িকা! সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছবির লন্ডন শুটিংয়ের কিছু ঝলক ভাইরাল হয়েছে। কখনও লন্ডন ব্রিজে ছবি তুলছেন দেব, কখনও পুরো টিমের সঙ্গে কাজের ফাঁকে আড্ডায় মশগুল। এই ছবির অন্যতম আকর্ষণ দেবের সঙ্গে জ্যোতির্ময়ীর নতুন জুটি হলেও, আরেকটি নাম ঘুরছে সকলে মুখে মুখে— টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু!

শোনা যাচ্ছিল, এই ছবিতে দ্বিতীয় নায়িকা হিসাবে থাকবেন ইধিকা পাল। কিন্তু ভিসা সংক্রান্ত কিছু জটিলতার কারণে তিনি শেষমেশ নাকি ছবিতে থাকছেন না। যদিও ইধিকার ঘনিষ্ঠ সূত্র অন্য কথাও বলছে। এমনকি এখন শোনা যাচ্ছে, কলকাতার অংশের শুটিংয়ে নাকি ইধিকার উপস্থিতি দেখা যাবে। তবে নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রযোজনা সংস্থা। এর মধ্যেই নতুন এক নাম উঠে এসেছে আলোচনায়— তা হল সৌমিতৃষা। ‘মিঠাই’ খ্যাত এই অভিনেত্রী ইতিমধ্যেই ছোট পর্দায় নিজেকে প্রমাণ করেছেন। এখন টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘প্রজাপতি ২’-এর বড় পর্দার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনিও!

তবে কি ইধিকা নয়, সৌমিতৃষাই হচ্ছেন দেবের দ্বিতীয় প্রেমিকা এই ছবিতে? প্রশ্নটা উঠছে বারবার। সৌমিতৃষার জনপ্রিয়তা ও তার টেলিভিশনের অভিজ্ঞতা তাকে বড় পর্দায় লঞ্চ করার জন্য যথেষ্ট বলেই মনে করছেন অনেকে। এই জল্পনা আরও জোরদার হয়েছে, কারণ প্রজাপতি ২-র পরিচালক অভিজিৎ সেন ইতিমধ্যেই নতুন মুখকে বড় পর্দায় তুলে ধরার বিষয়ে আগ্রহী বলেই টলিউডে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘গল্প হলেও সত্যি’ ছিল তাঁর শেষ ছবি! তারপর নামটুকুও পাল্টে গেল ‘কৃষ্ণা বসু’র! বাবার স্বপ্ন ছিল অভিনয়, সমাজের চাপে আর নাম বদলের আড়ালে চাপা পড়ে গিয়েছিল অভিনেত্রীসত্তা! তপন সিংহর ছবির সেই অভিনেত্রীর না বলা যন্ত্রণার কাহিনি!

শেষ পর্যন্ত ‘প্রজাপতি ২’-তে জ্যোতির্ময়ীর পাশাপাশি ইধিকা, না কি সৌমিতৃষা? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে দেবের ‘হ্যাটট্রিক’ অনস্ক্রিন রসায়ন হতে পারে ইধিকার সঙ্গে— কারণ এর আগেও ‘কিশোরী’ গান ও আসন্ন ‘রঘু ডাকাত’ ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। অন্যদিকে, সৌমিতৃষার উপস্থিতি হলে সেটাও টলিউডে একটা নতুন অধ্যায় শুরু করবে। আপাতত দর্শকের চোখ প্রযোজনা সংস্থা ও দেবের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণার দিকে। কারণ দেব মানেই চমক, আর ‘প্রজাপতি ২’-তেও যে তার ব্যতিক্রম হবে না, সেটা একপ্রকার নিশ্চিত!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।