জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গায়ে হলুদের সাজে ধরা দিলেন সায়ক! শহরের বাইরের বসেছে বিয়ের আসর! পাত্রী টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী! অভিনেতার বান্ধবী দেবলীনার উত্তরে ধোঁয়াশা! কেন লুকিয়ে বিয়ে করলেন সায়ক?

সমাজ মাধ্যমে বেশ কয়েকদিন ধরেই একটি খবর ঘুরে বেড়াচ্ছে— অভিনেতা ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty) বুঝি এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন! নেটপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা (Marriage) পড়বেন তিনি। শুধু এই গুঞ্জন নয়, শোনা গেছে বাইপাসের ধারে এক অভিজাত এলাকায় জমিও কিনেছেন সায়ক। এখন শুধু অপেক্ষা বাড়ির নকশা হাতে আসার। তার আগেই আবার নতুন চমক দিয়ে সকলকে চমকে দিলেন অভিনেতা!

সোমবার হঠাৎই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার ‘গায়ে হলুদ’-এর একগুচ্ছ ছবি। শহরের বাইরের কোনও লোকেশনে যেন জমে উঠেছে একেবারে বিয়ের আসর। সাজসজ্জা, আলোর রোশনাই আর সায়কের হাস্যোজ্জ্বল মুখ— সব মিলিয়ে ছবিগুলো যেন স্পষ্ট করে দিচ্ছে, কিছু একটা ‘বিশেষ’ ঘটছে। এই ছবিগুলোর সূত্র ধরেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো প্রশ্ন— বিয়ে করছেন? পাত্রী কে?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই চোখ চলে যাচ্ছে ছবির আরেক প্রান্তে। দেখা যাচ্ছে, জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী রয়েছেন সেই আসরে! প্রিয় বান্ধবী দেবলীনার উপস্থিতি যেন আরও উস্কে দিচ্ছে এই জল্পনাকে। সংবাদমাধ্যম থেকে বন্ধুর বিয়ের বিষয় যোগাযোগ করা হলে, দেবলীনা অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে হালকা মুচকি হেসে বলেছেন— “ঈশ্বর চাইলে সব ভালোই হবে।” এমন মন্তব্যে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে।

তবে যা দেখে অনেকের চোখ কপালে, তা হল সায়কের পাশে থাকা পাত্রী-সাজে এক চেনা মুখ। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কেই দেখা গেছে গায়ে হলুদের সাজে। ছবিতে তাঁর উপস্থিতি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন— তবে কি সায়কের সঙ্গে অয়ন্যারই চার হাত এক হতে চলেছে? না কি এ সবই কোনও শুটিংয়ের অংশ?

এই সব প্রশ্নের জবাবে অবশ্য সায়ক খুব বেশি কিছু বলেননি। শুধুই হেসে জানিয়েছেন— “একটু ধৈর্য ধরুন। সুখবর আমরা নিজেরাই জানাব।” অর্থাৎ, আপাতত তিনি রহস্য জিইয়ে রেখেছেন। তবে হয়তো খুব শীঘ্রই আরও এক তারকার জীবনে বেজে উঠবে বিয়ের সানাই! কিন্তু এমনটা না, অভিনেতার বান্ধবী দেবলীনা একজন জনপ্রিয় গায়িকা। তারই মিউজিক ভিডিওর শুটিংয়ের দৃশ্য এটি!

Piya Chanda