প্রেমে পড়া তো দূরের কথা, নিজের জীবনসঙ্গী হিসেবে একজন অভিনেতাকে (Famous Actor) বেছে নেওয়ার সিদ্ধান্তে অনেক সময়ই পরিবার মুখ ফিরিয়ে নেয়। কিন্তু ভালোবাসা জিতে নেয় সব বাধা। সেই মেয়েও ঠিক নিজের মনের মানুষের হাত ধরেই এগিয়েছিলেন। তবে সেই পথ খুব সহজ ছিল না। সংসার শুরু হলেও ছ’মাসের মধ্যেই ভালোবাসার সেই সম্পর্ক হয়ে উঠেছিল বি’ষা’ক্ত। একটা সময়ের পর সবকিছু গুছিয়ে গেলেও, দাম্পত্যের ভাঙন একেবারে থেমে থাকেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়ে উঠেছিল।
বিয়ের পর দুই সন্তানের মা হয়ে ওঠা তরুণী সংসার ও নিজের পেশার মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। এমনকি কর্পোরেট চাকরি ছেড়ে নিজের সফটঅয়্যার সংস্থাও শুরু করেছিলেন তিনি। স্বামী ছিলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ। পেশাগত কাজের সূত্রে একসময় আলাপ থেকে প্রেম এবং তারপর বিয়ে। কিন্তু ছ’বছর পর সেই সংসারে ফাটল ধরল। স্বামী তাঁর থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন, বাড়ি ফেরার পর ফোনেই বুঁদ থাকতেন। সন্দেহ জাগতেই স্ত্রীর হাতে আসে মোবাইলের বিল—সেই বিলেই লুকিয়ে ছিল এক সম্পর্কের অসুখী সত্যি!
ফোনের দীর্ঘ আলাপচারিতার পেছনে ছিলেন আর একজন। সেই নারীও একজন অভিনেত্রী, এক রাজনৈতিক ব্যক্তিত্বের কন্যা। স্ত্রীর জিজ্ঞাসায় প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও পরে স্বামী স্বীকার করে নেন, একবার তাঁরা পুণেও গিয়েছেন একান্তে সময় কাটাতে। এর পরই সংসারে নেমে আসে বিচ্ছেদের অন্ধকার। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় ২০১০ সালে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরপরই ওই অভিনেত্রীকে বিয়ে করেন সেই টেলি-অভিনেতা। তবে এই অভিনেত্রীও আগে এক পরিচালকের সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন।
তাঁদের সম্পর্কও ভেঙেছিল মাত্র দুই বছরের মাথায়। এই সম্পর্কচক্রের কেন্দ্রে রয়েছেন ‘অনুপ সোনি’ এবং ‘জুহি বব্বর’। অনুপ ছিলেন ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালক হিসেবে টেলিভিশন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে জুহি ছিলেন প্রখ্যাত অভিনেতা রাজ বব্বরের কন্যা এবং তাঁর মা নাট্যজগতের বিখ্যাত মুখ। ‘রিফ্লেকশন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করতে গিয়েই পরিচয় হয় পরিচালকের সঙ্গে, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে জড়িয়ে পড়েন অনুপের সঙ্গে। একই নাট্যদলে কাজ করার সূত্রেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়েছিল।
আরও পড়ুনঃ কুসংস্কার উড়িয়ে বাস্তবের পাশেই অহনা! সন্তানের জন্য আগাম কেনাকাটা! দিন গুনছেন অভিনেত্রী, অপারেশনের কথা ভাবলেই কাঁপছেন অন্তর থেকে! আতঙ্কে রাতে ঘুম উড়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো?
জুহিকে বিয়ে করেই থেমে থাকেননি অনুপ। কিন্তু টেলিভিশনের এক রিয়্যালিটি শোয়ে দীর্ঘ সময় সঞ্চালনা করায় তাঁর অন্য কোনও প্রজেক্ট আর হাতে আসছিল না। জনপ্রিয়তা যেমন বাড়ছিল, তেমনই কর্মক্ষেত্রে সংকটও বেড়েছিল। একসময় কাজ খুঁজে বেড়াতে হয়েছিল তাঁকে। অবশেষে সঞ্চালনার কাজ ছেড়ে আবার অভিনয়ে ফিরে আসার চেষ্টা করেন। ওটিটি থেকে শুরু করে হিন্দি সিনেমা—নিজেকে আবার প্রতিষ্ঠা করতে লড়াই করেন তিনি। তবে এই সম্পর্ক, বিবাহ এবং পরকীয়ার জটিল জাল আজও চর্চায় রয়ে গিয়েছে বলিপাড়ায়।