জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কুসংস্কার উড়িয়ে বাস্তবের পাশেই অহনা! সন্তানের জন্য আগাম কেনাকাটা! দিন গুনছেন অভিনেত্রী, অপারেশনের কথা ভাবলেই কাঁপছেন অন্তর থেকে! আতঙ্কে রাতে ঘুম উড়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো?

নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা ‘অহনা দত্ত’ (Ahona Dutta)। মাতৃত্বকালীন ছুটি কাটানোর এই বিশেষ সময়ে তিনি একেবারে খোলামেলা মেজাজে রয়েছেন। নিজের প্রিয় রান্না, গান, পরিবার— সব কিছুতেই যেন এখন প্রাণভরে মেতে উঠেছেন অহনা। সমাজ মাধ্যমে একের পর এক রিলে সব শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। কখনও স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে তাল মিলিয়ে নাচ, তো কখনও বিরিয়ানি খাওয়ার আনন্দ, আবার কখনও নিজের হাতের রান্না— সব মিলিয়ে মাতৃত্বের এই পথচলা যেন একেবারে সেলিব্রেশনের রূপ নিয়েছে।

সম্প্রতি এক ভিডিয়োতে দেখা গেল, অহনা দোকানে দাঁড়িয়ে সন্তানের জন্য ছোট জামা কিনছেন। এই ভিডিও ঘিরেই ফের একবার চর্চায় এলেন অভিনেত্রী। কারণ অনেকেরই ধারণা, সন্তানের জন্মের আগে তার জিনিসপত্র কিনে ফেলা নাকি অশুভ! এই প্রসঙ্গে অহনার সোজাসাপটা জবাব— “ধুর, ওসব কিছু হয় না!” পাশাপাশি জানান, এখনই খুব বেশি কিছু কেনেননি তাঁরা। সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনার সময় যে পোশাক পরানো হবে, শুধু সেটাই আপাতত নেওয়া হয়েছে।

তবে অহনা জানান, ভবিষ্যতে সন্তানের জন্য আরও অনেক পরিকল্পনা রয়েছে। তবে সে সব সময়মতো হবে। আপাতত মন দিয়েই প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। উল্লেখ্য, এই মাসের শেষ অথবা আগস্টের প্রথম দিকেই আসতে চলেছে নতুন সদস্য। যদিও যত দিন এগোচ্ছে, অপারেশন থিয়েটারের ভয়টা যেন আরও বেশি করে গ্রাস করছে তাঁকে। এই মানসিক চাপের মধ্যেও চেয়েছেন নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে আনন্দের সঙ্গেই স্মরণীয় করে রাখতে।

তবে কিছু মানুষ অহনার এই খুশিকে সহজভাবে নিতে পারেননি। কিছুদিন আগে স্ফীতোদর অবস্থায় নাচের একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন অহনা, আর তাতেই উঠে আসে সমালোচনার ঝড়। কারও মতে, একজন গর্ভবতী মহিলার পক্ষে এমনটা করা উচিত নয়। সে প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অহনার বক্তব্য— “আবার প্রমাণিত, মেয়েরাই অন্য মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি একা হাতে সবটা কি করে সামলাচ্ছি।”

আরও পড়ুনঃ বাংলা টেলিভিশনে এখন চর্চার কেন্দ্রে ‘আর্য-অপর্ণা’ বনাম ‘কথা-এভি’ জুটি! মিঠাই-সিডের পর সেরা জুটি কে? কার প্রেম কাহিনি আপনাকে ছুঁয়েছে বেশি? কথা-এভি না আর্য-অপর্ণা?

সত্যিই বাস্তবেই তিনি একাই লড়ছেন। মায়ের সঙ্গে সম্পর্ক নেই, শাশুড়ি গত হয়েছেন বহু আগেই। স্বামী দীপঙ্কর পাশে থাকলেও কাজের সূত্রে সারা দিনই বাইরে থাকতে হয় তাঁকে। ফলে দিন-রাতের একটা বড় সময় একাই সামলাতে হয় অহনাকে। এমন অবস্থায় সমাজের একাংশের সমালোচনা তাঁর কাছে যথেষ্ট কষ্টদায়ক। তবু তার মধ্যেও নিজেকে ভেঙে না পড়ে শক্ত হাতে নিজের মতো করে গড়ে নিচ্ছেন জীবনের নতুন অধ্যায়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।