টেলিভিশনের পর্দায় দর্শক তাঁকে যতটা ভালবেসেছেন, বড় পর্দায় ততটাই কৌতূহল জেগেছে তাঁকে ঘিরে। দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিতে মন কাড়া পারফরম্যান্সের পর ফের একবার ইধিকা পালকে নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। ইতিমধ্যেই আলোচনায় ‘প্রজাপতি ২’, আর সেই ছবিতেই আবারও জুটি বেঁধেছেন দেব-ইধিকা। তবে এ বার শুধু রোমান্স নয়, রয়েছে বড়সড় চমকও!
‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের একটি বড় অংশ লন্ডনে হয়েছে। টানা ১৮ দিন সেখানে শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব ও তাঁর টিম। এরই মাঝে জানা গিয়েছিল, এই ছবিতে ফের দেখা যাবে দেবের সঙ্গে ইধিকার রসায়ন। লন্ডনের রাস্তায়, পার্কে, বাগানে ঘুরে ঘুরে প্রেমের দৃশ্য শ্যুট হয়েছে বলেই খবর। দর্শক আবারও তাঁদের ‘প্রজাপতি’র পুরনো স্মৃতি ফিরে পেতে চলেছেন নতুন মোড়কে।
তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, এই ছবিতে ইধিকা নাকি দ্বিতীয় নায়িকা! মানে, আরও এক নায়িকা রয়েছেন ছবির মূল প্লটে। কে সেই প্রথম নায়িকা? সেই রহস্য এখনও ফাঁস হয়নি। জানা যাচ্ছে, ইধিকার অংশের শ্যুট হবে শুধুমাত্র কলকাতাতেই। অর্থাৎ লন্ডনের রোমান্সে তাঁর উপস্থিতি ছিল না। তাহলে কি দেবের চরিত্রের দুই আলাদা সময়কে দেখানো হবে সিনেমায়?
এই প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়। তবে টলিপাড়ায় গুঞ্জন, ছবির ক্লাইম্যাক্সে ইধিকার চরিত্রের মৃত্যু হতে পারে। অর্থাৎ দেব-ইধিকার প্রেমের ট্র্যাজিক পরিণতি। দর্শকদের চোখে জল এনে দিতে পারে তাঁদের বিচ্ছেদ। কেউ কেউ বলছেন, গল্পের মোড় এমনভাবেই ঘোরানো হবে যাতে ইধিকা থাকলেও তাঁর চরিত্র ছবির শেষ পর্যন্ত বাঁচে না। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা, দেবের মতো সুপারস্টারের সঙ্গে পর্দায় প্রেম করে শেষমেশ মৃত্যুই কি ইধিকার ভাগ্য?
আরও পড়ুনঃ পুজোয় টলিপাড়ায় বড় চমক! তিক্ততা, অভিমান ভুলে হাতে হাত রেখে ফিরছেন নুসরত-মিমি!
তবে এই যাবতীয় জল্পনার মধ্যেও মুখ খোলেননি দেব, ইধিকা, পরিচালক অভিজিৎ সেন কিংবা প্রযোজক অতনু রায়চৌধুরী। কেউই প্রকাশ্যে স্বীকার করছেন না কিছু। এমনকি লন্ডনে দেবের সঙ্গে আর এক ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর উপস্থিতি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তবে কি তিন নায়িকার গল্প বলবে ‘প্রজাপতি ২’? নাকি সবটাই দর্শকদের জন্য একটি ‘সারপ্রাইজ’? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই, যখন দেব ফিরবেন কলকাতায় এবং ফের শুরু হবে ছবির বাকি অংশের শ্যুটিং। এখন শুধু অপেক্ষা, শেষমেশ রূপোলি পর্দায় দেব-ইধিকার রসায়নের পরিণতি দেখতে।