পুজো আসতেই টলিপাড়া যেন জেগে ওঠে নতুন গুঞ্জনে। কার কোন ছবি রিলিজ করবে, কোন তারকা কোন প্যান্ডেলে দেখা দেবেন— এইসব প্রশ্নের ভিড়ে এ বার উঠে এসেছে এক অন্যরকম কানাঘুষো। এক সময়ের ‘হরিহর আত্মা’ দুই অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীকে কি এ বার আবার একসঙ্গে দেখা যাবে? গুঞ্জন, দুর্গাপুজোয় নাকি তাঁরা একসঙ্গে হাতে হাত ধরে ঘুরতে পারেন! অথচ দীর্ঘ দিন ধরেই এই দুই তারকার মধ্যে সম্পর্ক বেশ ঠান্ডা বলেই জানা গিয়েছিল।
মিমি-নুসরতের বন্ধুত্ব একসময় টলিউডের আলোচনার কেন্দ্রে ছিল। একই সঙ্গে রাজনীতির আঙিনায় পা রাখার পর দু’জনের সম্পর্ক যেন আরও দৃঢ় হয়েছিল। কিন্তু ধীরে ধীরে অজানা কারণে সম্পর্কের মাঝে তৈরি হয় ফাঁক। কোথা থেকে সেই ফাটল শুরু হয়েছিল, তা আজও স্পষ্ট নয়। তবে দেখা গিয়েছে— অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়া বন্ধ, পারস্পরিক আলাপচারিতাও অনেকটা কম। কেউ প্রকাশ্যে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির মধ্যে একটা হিমশীতল সম্পর্ক টের পেয়েছিলেন অনেকে।
এই বছরেই সেই পুরনো সম্পর্ক কি আবার উষ্ণ হতে চলেছে? গুঞ্জনের কেন্দ্রে রয়েছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘রক্তবীজ ২’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। জানা যাচ্ছে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বহু বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে এসেছেন মিমি ও নুসরত। শুধু তাই নয়, ওই দৃশ্যে হাতে হাত ধরে অভিনয় করেছেন তাঁরা। উপস্থিত ইউনিট সদস্যরা বলছেন— তাঁদের রসায়নে কোনও টানাপোড়েনের ছাপ ছিল না, বরং পুরনো বন্ধুত্বের ইঙ্গিত মিলেছে স্পষ্টভাবেই।
এই ছবির কাজ শুরুর পর থেকেই নাকি দুই তারকার মধ্যে আলাপচারিতা আবার বাড়তে শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুজোর সময় তাঁরা একসঙ্গে দেখা দিতে পারেন, এমনকী কোনও প্যান্ডেলে একসঙ্গে ঘোরার পরিকল্পনাও নাকি রয়েছে। যদিও এই নিয়ে মিমি বা নুসরত কেউই এখনও মুখ খোলেননি। তবে টলিপাড়ায় আশাবাদী অনেকেই— পুরনো সম্পর্ক আবার জোড়া লাগলে সেটি নিঃসন্দেহে এক ইতিবাচক ইঙ্গিত।
আরও পড়ুনঃ গোলাপি লম্বা আঙুল, ছোট ছোট নখ— কেমন দেখতে পরম-পিয়ার একরত্তি ছেলেকে? দেখে মুগ্ধ নেটপাড়া!
এই একই ছবিতে দেখা যাবে বহুদিন পর নুসরত এবং অঙ্কুশ হাজরাকেও। একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাঁরা, পরে সেই সম্পর্কেও ছেদ পড়ে। ফলে ‘রক্তবীজ ২’ যেন একাধিক পুরনো সম্পর্কের পুনর্মিলনের মঞ্চ হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছে, একে একে বন্ধ দরজাগুলো খুলছে টলিপাড়ায়— ক্যামেরার সামনে যেমন, তেমনই পর্দার বাইরেও। পুজোর আনন্দে যদি পুরনো সম্পর্কগুলোর বরফ গলে, তাহলে দর্শকের সঙ্গে সেলেবদের মনেও ফিরবে উষ্ণতা।