সেই শুরু থেকেই ভক্তদের কৌতূহল তুঙ্গে— কেমন দেখতে পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের একরত্তি পুত্র? অভিনেতা-অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে গত ২ জুন। বাবা-মা হওয়ার আনন্দে মাতোয়ারা টলিউডের এই জনপ্রিয় জুটি। তবে এখনও পর্যন্ত তাঁরা সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি। ছেলের নামও গোপন রেখেছেন। এতদিন ধরে এই নিয়েই তীব্র কৌতূহল ছিল অনুরাগীদের মনে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন পিয়া।
ছেলের মুখ নয়, কিন্তু এ বার দেখা মিলল তার নরম গোলাপি আঙুলের। সম্প্রতি ছেলের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুটি শক্ত করে ধরে রয়েছে মায়ের আঙুল। ছোট ছোট নরম নখ, গোলাপি আঙুল— ছবি যেন কথা বলছে মা-ছেলের অদৃশ্য বন্ধনের। ক্যাপশনটিও ততটাই আবেগঘন— “মাম্মাস্ বেবি”।
ছেলেকে নিয়ে যে পরমব্রতও ভীষণভাবে যুক্ত, তা আগেই জানিয়েছিলেন পিয়া। জানিয়েছেন, “ন্যাপি বদলানো থেকে শুরু করে গান শোনানো— সবই করছেন পরম।” এমনকি জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি মিস না করতে পিতৃত্বকালীন ছুটিও নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। এক মাসের সন্তানকে নিয়ে দু’জনেই যেন দারুণভাবে ব্যস্ত ও আবেগপ্রবণ।
ছেলের জন্মের কিছুদিন পরেই পিতৃদিবস উপলক্ষে একটি ছবি পোস্ট করেন পরমব্রত। সেই ছবিতে দেখা গিয়েছিল, ছোট্ট হাত দিয়ে বাবার আঙুল আঁকড়ে ধরে রেখেছে একরত্তি। যদিও তখনও মুখ দেখাননি তাঁরা। তবে তখন থেকেই আন্দাজ করা যাচ্ছিল, সন্তানকে ধীরে ধীরে সকলের সঙ্গে পরিচয় করানোর পরিকল্পনা করছেন এই তারকা জুটি।
আরও পড়ুনঃ ‘জগদ্ধাত্রী’-র খলনায়িকা গোপনে বিয়ের পিঁড়িতে! হাতে মেহেন্দি, ছবিতে মিলল কিসের ইঙ্গিত!
ছেলের মুখ দেখা না গেলেও, কে কাকে বেশি দেখেছে— এই নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। পিয়া হেসে বলেন, “এখনও বুঝতে পারছি না ও কার মতো দেখতে হয়েছে। কখনও মনে হয় আমার মতো, আবার কখনও মনে হয় বাবার মতো।” আপাতত পরম-পিয়ার ছেলের মুখ দেখা না গেলেও, সেই একরত্তির ছোট্ট হাতেই মাতোয়ারা হয়ে উঠেছে গোটা টলিপাড়া ও নেট দুনিয়া।