জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জগদ্ধাত্রী’-র খলনায়িকা গোপনে বিয়ের পিঁড়িতে! হাতে মেহেন্দি, ছবিতে মিলল কিসের ইঙ্গিত!

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ঝড় তুলেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের পরিচিত মুখ প্রিয়া পাল। পরনে গাঢ় লেহেঙ্গা, হাতে মেহেন্দি, মুখে মিষ্টি হাসি—এই রূপে অভিনেত্রীকে দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন। ছবির ক্যাপশনে ছিল ‘মেহেন্দি’, সঙ্গে হ্যাশট্যাগও। আর তাতেই গুজবের আগুনে ঘি পড়ে যায়।

এই জল্পনায় ঘি ঢালেন আরও এক পরিচিত মুখ, অভিনেত্রী রুপসা চক্রবর্তী। তিনি প্রিয়ার পোস্টে মন্তব্য করেন, “মেহেন্দি নিমন্ত্রণটা দেরিতে পেলাম, তবে বিয়েতে কিন্তু যাবই।” এই একটি বাক্যেই শুরু হয় জোর গুঞ্জন—তাহলে কি সত্যিই গোপনে সাতপাকে বাঁধা পড়ছেন প্রিয়া? ফ্যানদের একাংশ শুরু করে দেন শুভেচ্ছাবার্তা পাঠানো।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের দাপুটে খলনায়িকার বাস্তব জীবনে এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে ভেসে আসে শুভেচ্ছাবার্তা, অনেকে আবার জানতে চান, পাত্র কে? কেউ কেউ লেখেন, “অভিনন্দন প্রিয়া”, “বউমনি খুব সুন্দর লাগছে”, “কে সেই লাকি গাই?” এই সব বার্তায় আরও বাড়তে থাকে গুঞ্জন।

তবে এত জল গড়ানোর পর আর চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “বিয়ে করলে লুকোই না! এটা আমার বন্ধুর বিয়ের মেহেন্দি অনুষ্ঠান। সেখানেই মেহেন্দি দিয়ে ছবি তুলেছিলাম। সেটাই আপলোড করতেই সবাই ধরে নিয়েছেন আমার বিয়ে!” সঙ্গে যোগ করেন, “এখন শুটিং এতটাই টাইট, দম নেওয়ার সময় নেই। তার ওপর বিয়ে সম্ভব?” অর্থাৎ, আপাতত বিয়ের কোনও পরিকল্পনাই নেই অভিনেত্রীর।

স্পষ্ট হলো, প্রিয়ার হাতে যে মেহেন্দি, তা কোনও বিয়ের প্রতীক নয়, বরং এক বন্ধুর আনন্দঘন মুহূর্তের স্মৃতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হওয়া একটি ছবিই কীভাবে গুজব ছড়িয়ে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। প্রিয়া যদিও মজার ছলেই বিষয়টি সামাল দিয়েছেন। তবে এই কদিনের ‘ভুয়ো বিয়ের’ জল্পনায় খানিক মজা পেয়েছেন তিনিও।

Piya Chanda

                 

You cannot copy content of this page